মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরীকে দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করায় বিগত সময়ে দল থেকে বহিষ্কার করা হয়েছিলো মন্তব্য করে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান। গত বুধবার মিরসরাই বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ বক্তব্যের পর বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি হয়। নুরুল আমিন চেয়ারম্যানের বক্তব্যের বিরোধিতা করে বৃহস্পতিবার গণমাধ্যম লিখিত প্রতিবাদ পাঠিয়েছেন শাহীদুল ইসলাম চৌধুরী। তিনি বিবৃতিতে যা লিখেছেন হুবহু তুলে ধরা হলো।
” বহিষ্কৃত নেতা নুরুল আমিন চেয়ারম্যানের মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ”
বহিষ্কৃত বিএনপি নেতা নুরুল আমিন চেয়ারম্যান গত ৩ সেপ্টেম্বর, রোজ বুধবার মিরসরাইয়ে এক আলোচনা সভায় আমাকে জড়িয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য প্রদান করেছেন। নুরুল আমিন চেয়ারম্যান তার বক্তব্যে বলেছেন “শাহীদুল ইসলাম চৌধুরী বিএনপির বিরুদ্ধে গিয়ে টেবিল মার্কায় ভোট করে দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন। তার এ বক্তব্য সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি তার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সর্বসাধারণের জ্ঞাতার্থে জানাতে চাই যে, আমি কখনোই বিএনপির সিদ্ধান্তের বাইরে গিয়ে কোন প্রার্থীকে সমর্থন করিনি কিংবা দলের বিরুদ্ধে অবস্থান নেইনি।
আমি যখন ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছি তখন এরশাদ বিরোধী আন্দোলন করেছি। পরবর্তীতে যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের সময় ১৯৯৬ থেকে ২০০১ সালে হাসিনা বিরোধী আন্দোলন করেছি। ওয়ান ইলেভেনের পরবর্তীতে জাসাসের কেন্দ্রীয় কমিটির সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা জাসাসের সাধারণ সম্পাদক হিসেবে এবং পরবর্তীতে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেছি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমার সক্রিয় অংশগ্রহণ ছিলো। দলের সাথে আমার কখনোই আনুগত্য ও সম্পৃক্ততার কোন বিচ্যুতি ঘটে নাই। দল থেকে আমি কখনো প্রশ্নের সম্মুখীনও হইনি। আমার রাজনৈতিক জীবনে সংগঠিত সকল জাতীয় নির্বাচনে আমি ধানের শীষের পক্ষে কাজ করেছি। আওয়ামী সন্ত্রাসীদের মামলা-হামলা, জেল-জুলুমের শিকার হয়েছি। আমার রাজনৈতিক জীবনের প্রতিটি মুহূর্ত বিএনপির পতাকা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ রক্ষার জন্য উৎসর্গ করেছি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছি।
কিন্তু অত্যান্ত পরিতাপের বিষয় এই যে, বিগত সময়ে তিনটি তদন্ত কমিটির তদন্তের ভিত্তিতে মিরসরাইয়ে যাদেরকে দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করেছে তারা হাই কমান্ডের ওই বহিষ্কার সিদ্ধান্তকে হালকা করে দেখানোর জন্য এবং দলীয় সিদ্ধান্তের কঠোরতাকে দুর্বল করে উপস্থাপনের জন্য এবং আমার অনেক ত্যাগ, কষ্ট ও সংযমের মাধ্যমে অর্জিত স্বচ্ছ রাজনৈতিক ভাবমূর্তিকে হেয় প্রতিপন্ন করার জন্য তিনি পরিকল্পিতভাবে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অপপ্রচার করেছে।
আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত ওই নেতার বানোয়াট বক্তব্যে বিভ্রান্ত না হয়ে দলীয় শৃঙ্খলা রক্ষা করে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার আহ্বান জানাচ্ছি।