ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সাবেক আহবায়ক সাইফুল আলম নীরব বলেছেন, গত ১৭ বছর ফ্যাসিস্টদের শিকার হয়েছে বাংলাদেশের মানুষ। বাংলার মানুষ আজ প্রতিবাদ করতে শিখেছে তাই কোন স্বৈরাচারীর ঠাই হবে না বাংলার মাটিতে। নির্বাচনকে সামনে এখনো ষড়যন্ত্র চলছে তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলে কাজ করতে হবে।
শুক্রবার রাজধানীর ইস্পাহানি ও প্রভাতি কেন্দ্রে ৩৫ নং ওয়ার্ড বিএনপি হাতিরঝিল থানা ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য মনিরুল আলম রাহিমি ও হাতিরঝিল থানা বিএনপি আহবায়ক নাজমুল হক মাছুম। এতে সভাপতিত্ব করেন ৩৫ নং ওয়ার্ড হাতিরঝিল থানার সভাপতি শাহ মাহমুদুল হক মাদু। সঞ্চালনায় ছিলেন হাতিরঝিল থানা বিএনপি’র সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কিংকং।