পর্তুগালের ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেসকে বাগদানের যে হীরার আংটি দিয়েছেন, তার সম্ভাব্য দাম প্রকাশ্যে এসেছে। আংটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার পর থেকেই বিশ্বজুড়ে ভক্তদের মধ্যে আলোচনা শুরু হয়।
আর্জেন্টাইন-স্প্যানিশ মডেল জর্জিনা ইনস্টাগ্রামে আংটির ছবি শেয়ার করে বাগদানের বিষয়টি নিশ্চিত করেন। ছবিতে দেখা যায়, রোনালদো তাঁর হাতে বিশাল আকৃতির একটি আংটি পরিয়ে দিয়েছেন, যার মাঝখানে বড়সড় ডিম্বাকৃতি হীরা এবং দুই পাশে ছোট দুটি হীরা বসানো। আংটির দৈর্ঘ্য প্রায় ৫ সেন্টিমিটারের বেশি বলে ধারণা করা হচ্ছে।
গহনা বিশেষজ্ঞদের হিসাবে, মাঝের হীরাটি ২৫ থেকে ৩০ ক্যারেটের হতে পারে, যদিও কেউ কেউ বলছেন কমপক্ষে ১৫ ক্যারেট। মার্কিন জুয়েলারি ব্র্যান্ড ‘ফ্রাঙ্ক ডার্লিং’-এর প্রতিষ্ঠাতা কিগান ফিশারের মতে, দুই পাশের হীরাগুলোও প্রায় ১ ক্যারেট করে। মান ও আকারের বিচারে আংটিটি একেবারেই প্রিমিয়াম ক্যাটাগরির।
পেশাদার মূল্যায়নে আংটির দাম ধরা হয়েছে ২০ লাখ থেকে ৫০ লাখ মার্কিন ডলারের মধ্যে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ কোটি থেকে ৬০ কোটি টাকা। ‘লরেল ডায়মন্ডস’-এর লরা টেলরের মতে, ন্যূনতম দাম হবে ২০ লাখ ডলার। আর ‘রেয়ার ক্যারেট’-এর সিইও অজয় আনন্দ আংটির দাম সর্বোচ্চ ৫০ লাখ ডলার পর্যন্ত হতে পারে বলে জানিয়েছেন।
জর্জিনা ছবির ক্যাপশনে স্প্যানিশ ভাষায় লিখেছেন, ‘হ্যাঁ, আমি রাজি। এই জীবনে আর সব জীবনে।’ ছবিতে রোনালদোকেও দেখা গেছে।
রোনালদো ও জর্জিনার পরিচয় ২০১৬ সালে, মাদ্রিদের একটি গুচি দোকানে, যেখানে জর্জিনা কাজ করতেন। তবে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসে ২০১৭ সালে, জুরিখে অনুষ্ঠিত ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’-এ একসঙ্গে হাজির হওয়ার মাধ্যমে।
তাঁদের একসঙ্গে তিন সন্তান রয়েছে, যাদের একজন জন্মের পরপরই মারা যান—আলানা মার্টিনা (জন্ম ১২ নভেম্বর, ২০১৭), বেলা এসমেরাল্ডা (জন্ম ১৮ এপ্রিল, ২০২২) এবং অ্যাঞ্জেল (১৮ এপ্রিল, ২০২২ জন্মের পরপরই মারা যায়)। এছাড়া রোনালদোর আগের সম্পর্ক ও সারোগেসির মাধ্যমে আরও তিন সন্তান রয়েছে।