ক্রিকেটে ঘুরেফিরে আসছে ওয়ার্কলোড শব্দটি। চোট শঙ্কায় থাকা ক্রিকেটারদের বাড়তি গুরুত্ব দিতেই কমানো হয় কাজের চাপ। অ্যান্ডারসন-টেন্ডুলকার টেস্ট সিরিজে যেমন জশপ্রীত বুমরাহ খেলেননি দুটি টেস্ট, জোফরা আর্চার কিংবা বেন স্টোকসও বিরতি নিয়েছেন। তবে ব্যতিক্রম ছিলেন মোহাম্মদ সিরাজ।
সিরিজ জুড়ে ১৮৫.৩ ওভার বোলিং করেছেন। বল হাতে নিয়েছেন ২৩ উইকেট। ওভাল টেস্টের শেষ দিনে নায়কও বনেছেন। এরপর থেকেই সিরাজ বন্দনা। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড গাওয়ার মুগ্ধ হয়েছেন সিরাজের ফিটনেসে।
ইংলিশম্যান জানতে চান, সিরাজ কি খান কিভাবে নিজের ফিটনেস ধরে রাখেন। সেটি জানতে পারলে গাওয়ার তার স্বদেশ ইংলিশ ক্রিকেটারদেরও পরামর্শ দিতে পারেন। সম্প্রতি গাওয়ার বলেছেন, ‘আসলেই জানতে চাই সে কীভাবে নিজেকে প্রস্তুত রাখে, কী খায় এবং কী পান করে। কারণ আমি ইংল্যান্ডের সব বোলারদেরই সেটা দিতে চাই।’
ইংলিশদের বিপক্ষে সিরিজ ড্র করতে সিরাজের ভূমিকা ছিল অনন্য। সেই সিরাজের বোলিংয়ের চেয়ে ফিটনেসে বেশি মুগ্ধ হয়েছেন গাওয়ার, ‘সিরাজকে নিয়ে যেটা আমাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে তা হলো সে পাঁচটি টেস্টই খেলেছে। একটুও কমতি রাখেনি। তবুও, ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে (ওভাল) সে ৩০ ওভারের বেশি বল করেছে কারণ সেদিন পেসারদেরই বোলিং করতে হচ্ছিল। কিন্তু সে কখনো হাল ছাড়েনি। থেমে যায়নি, ক্লান্তও দেখায়নি।’
ভারতের পেসারদের মধ্যে বুমরাহ মাত্র তিনটি টেস্টে খেলার সুযোগ পেয়েছেন। একমাত্র মার্ক উড ও বুমরাহ সবগুলো টেস্টে খেলেছেন। এ ছাড়া ইংল্যান্ডের পেসাররাও ফিটনেস নিয়ে সমস্যায় ভুগছেন। তাই সিরাজই উদাহরণ হতে পারেন বলে ধারণা গাওয়ারের।