বছরের প্রায় সব ঋতুতেই—শীত, গ্রীষ্ম বা বর্ষা—বিদ্যুৎ বিল বেশি আসা নিয়ে অনেকের অভিযোগ রয়েছে। বিশেষ করে গরমের সময় খরচ বেশি হওয়ায় বিলও বেড়ে যায়। তবে অন্য সময় অকারণে বা কম ব্যবহার সত্ত্বেও বিল বেশি আসার কিছু কারণ রয়েছে, আর সেই সঙ্গে রয়েছে কিছু সমাধানও।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বিদ্যুৎ বিল সাশ্রয়ের কয়েকটি উপায়—
পুরনো বাল্ব পরিবর্তন
বাসার পুরনো বাল্ব বা টিউবলাইট বদলে সিএফএল বা এলইডি বাতি ব্যবহার করুন।
এসব বাতি বিদ্যুৎ খরচ কমায় এবং দীর্ঘস্থায়ী।
সঠিক সময়ে সুইচ বন্ধ
মোবাইল ফোন, চার্জার, ট্রিমার বা অন্য চার্জযোগ্য জিনিস চার্জ হয়ে গেলে সঙ্গে সঙ্গে সুইচ বন্ধ করুন।
ইন্ডিকেটরের আলো থেকেও ধীরে ধীরে বিদ্যুৎ খরচ হয়, যা বিল বাড়ায়।
ফ্রিজকে মাঝে মাঝে বিশ্রাম দেওয়া
মাঝে মধ্যে এক-দেড় ঘণ্টা ফ্রিজ বন্ধ রাখলে বিদ্যুৎ সাশ্রয় হয়।
এসি বন্ধের সঠিক পদ্ধতি
রিমোট দিয়ে এসি বন্ধ করলেও বোর্ডের সুইচ বন্ধ না করলে প্লাগ থেকে বিদ্যুৎ প্রবাহ চলতে থাকে।
তাই প্রয়োজন না থাকলে সুইচ অফ করুন।
ফ্যানের রেগুলেটর ব্যবহার
অনেকে মনে করেন রেগুলেটর কমালে বিদ্যুৎ খরচে তেমন প্রভাব পড়ে না—এটি ভুল ধারণা।
আধুনিক ইলেকট্রনিক রেগুলেটর বিদ্যুৎ খরচ কমায়। প্রয়োজন না হলে গতি কমিয়ে ব্যবহার করুন।
এসব অভ্যাস গড়ে তুললে ‘ভুতুরে’ বিদ্যুৎ বিলের ঝামেলা থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব।