চাঁদাবাজি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ করার পর মো. আসাদুজ্জামান তুহিন (৩৮) নামের এক সাংবাদিককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ। তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা হয়নি।
সাংবাদিক নিহতের ঘটনার পর পরই গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিবি, সিআইডি, পিবিআই’-এর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ চলমান রয়েছে।
নিহত আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। পরিবার নিয়ে তিনি চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এসময় হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে। পরে তারা ধারালো অস্ত্র দিয়ে লোকজনের সামনেই কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আসাদুজ্জামানের মৃত্যু হয়।
এর আগে চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজি নিয়ে এদিন বিকালে লাইভ করেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। এরপর রাত ৮টার দিকে নিজ ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে লেখেন ‘যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য। গাজীপুর চৌরাস্তা’।
বিষয়টি নিশ্চিত করে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান বলেন, ‘খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তবে কী কারণে এ খুনের ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা চলছে।’
ব্রেকিং নিউজ
- আমরা চাই না প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে কোনো রকমের ভারসাম্য নষ্ট হোক: সালাহউদ্দিন
- ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবেই, কোন কম্প্রোমাইজ নেই: প্রধান উপদেষ্টা
- বিশ্ব শিক্ষক দিবসে আজীবন সম্মাননা পেলেন দুই শিক্ষাবিদ
- ফরিদপুরে এক বাসের ধাক্কায় আরেক বাস খাদে, শিশু ও নারী নিহত
- জনবহুল এলাকায় রাসায়নিক গুদাম থাকতে পারে না: উপদেষ্টা শারমীন মুরশিদ
- আপনিও নোবেল পুরস্কার জিততে পারেন, যদি
- শতকোটি বছর আগের ছত্রাক কেমন ছিল
- আইওএস ২৬ নামিয়ে বিপাকে পুরোনো আইফোন ব্যবহারকারীরা