ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে নেদারল্যান্ডস সরকারের লড়াইয়ে নেতৃত্ব দেয়া দেশটির স্বাস্থ্যমন্ত্রী ব্রুনো ব্রানস পদত্যাগ করেছেন।
দেশটির পার্লামেন্টে বৈশ্বিক মহামারী বিতর্কে বক্তৃতা দেয়ার সময় তিনি অচেতন হয়ে পড়েন। পরে বৃহস্পতিবার (১৯ মার্চ) পদত্যাগের ঘোষণা দেন এ মন্ত্রী। গত বুধবার পার্লামেন্টে করোনা ভাইরাস নিয়ে বিতর্কের সময় সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেয়ার সময় স্বাস্থ্যমন্ত্রী ব্রুনো ব্রানস (৫৬) অচেতন হয়ে মেঝেতে পড়ে যান। তিনি জানিয়েছেন, কয়েক সপ্তাহ ধরে একটানা প্রচণ্ড কাজের চাপের কারণেই অজ্ঞান হয়ে পড়েছিলেন।
দেশটির প্রধানমন্ত্রী মার্ক রুটে এক সংবাদ সম্মেলনে বলেছেন, সুস্থ হয়ে উঠতে কতদিন সময় লাগবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় পদত্যাগ করেছেন ব্রানস।
নেদারল্যান্ডস সরকার বলছে, ব্রুনোর পদে যোগ্য কাউকে না পাওয়া পর্যন্ত সহকারী প্রধানমন্ত্রী হুগো দে হোঙ্গে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। যদিও সুস্থ হয়ে উঠলে নতুন করে কাজে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন ব্রুনো।
দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ বলছে, দেশটিতে এখন পর্যন্ত কভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৬০ জন এবং মারা গেছেন ৭৬ জন। এদের বয়স ৬৩ থেকে ৯৫ বছরের মধ্যে।