ওয়েবসাইটের বড় বড় লিংকগুলো (ইউআরএল) ছোট বা সংক্ষিপ্ত করতে অনেকেই গুগলের goo. gl সেবাটি ব্যবহার করতেন। ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়তা পেলেও সেবাটি ২০১৯ সালে বন্ধ করে দেওয়া হয়। অনলাইনে সচল থাকা goo. Gl লিংকগুলো দেখা গেলেও এ মাস থেকে সেগুলো স্থায়ীভাবে নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নিয়েছিল গুগল। তবে নতুন এক সিদ্ধান্তে প্রতিষ্ঠানটি জানিয়েছে, যেসব goo. gl লিংক এখনো ব্যবহার করা হয়, সেগুলো নিষ্ক্রিয় করা হবে না।
গুগল জানিয়েছে, লিংকগুলোতে অগণিত নথি, ভিডিও, পোস্টসহ নানা ধরনের কনটেন্টে যুক্ত রয়েছে। আর তাই যেসব লিংকে আগে থেকেই সতর্কবার্তা দেখানো হয়েছে, সেগুলো নিষ্ক্রিয় করা হবে। তবে অন্যান্য সব লিংক আগের মতোই সচল থাকবে এবং স্বাভাবিকভাবে কাজ করবে।
গুগলের তথ্যমতে, ২০২৪ সালের শেষ দিকে যেসব লিংকে কোনো ধরনের প্রবেশ বা কার্যক্রম ছিল না, কেবল সেসব লিংকে ৯ মাস ধরে নিষ্ক্রিয় হওয়ার বার্তা দেখানো হচ্ছিল। এবার কেবল ওই লিংকগুলোর কার্যকারিতা বন্ধ করা হবে। বাকি সব গুগল ডট এল লিংক ঠিকঠাক কাজ করবে।
২০১৯ সালে সংক্ষিপ্ত লিংক তৈরির সুবিধা বন্ধ করে দেয় গুগল। এরপর ২০২৪ সালের জুলাই মাসে প্রতিষ্ঠানটি জানায়, ২৫ আগস্টের পর থেকে সব বিদ্যমান লিংকও বন্ধ করে দেওয়া হবে। সে সময় গুগল জানিয়েছিল, বছরের পর বছর লিংকগুলোর ব্যবহার কমেছে এবং সর্বশেষ এক মাসে ৯৯ শতাংশের বেশি লিংকে কোনো কার্যক্রম ছিল না। বিশ্লেষকদের মতে, নানা সরকারি-বেসরকারি নথি, সংবাদ প্রতিবেদন বা ভিডিওর বিবরণে যুক্ত থাকা পুরোনো সংক্ষিপ্ত লিংক হঠাৎ করে নিষ্ক্রিয় করে দিলে বিপত্তি ঘটার আশঙ্কা ছিল।