রাজধানী ডেস্ক, এইজেডনিউজ২৪: উত্তরা ১৮ নম্বর সেক্টরের দিয়াবাড়ীতে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের মধ্যে কোয়ারেন্টাইন সেন্টার করার জন্য একটি কম্পাউন্ডে কাজ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে একটি দল। ৩৩৬ টি ফ্ল্যাট কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা হচ্ছে। শুক্রবার (২০ মার্চ) সকাল থেকেই সেখানে ধোয়া মোছা এবং আনুষঙ্গিক জিনিসপত্র আনতে শুরু করে সেনাবাহিনী। এতে সহায়তা করে রাজউকসহ অন্যান্য সংস্থা।
আইএসপিআর-এর পরিচালক লে. কর্নেল আব্দুল্লাহ ইবনে জায়েদ বলেন, স্ক্রিনিং করার পরে যারা সন্দেহভাজন, যাদের আলাদা করা প্রয়োজন তাদের আলাদা করে সেনাবাহিনীর কাছে দিয়ে দেবে। সেনাবাহিনী তাদের ডাটা এন্ট্রি করবে, এবং তাদেরকে এই কোয়ারেন্টাইন ক্যাম্পে নিয়ে যাবে। এখানে ওই সময়টুকুর মধ্যে তাদের চিকিৎসা, আহার এবং অন্যান্য সুবিধা প্রদান করবে।
যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নিয়ে রেখেছে সরকার। রাজধানীর মুগদা জেনারেল হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল, মহানগর হাসপাতাল ও কুর্মিটোলা হাসপাতাল করোনা রোগীদের জন্য বরাদ্ধ রাখা হয়েছে। এছাড়া জেলা, উপজেলা পর্যায়ের হাসপাতালেও রাখা হয়েছে পৃথক বেড।
স্বাস্থ্য মন্ত্রণালয় দুই দিনের মধ্যে আনবে নমুনা পরীার আরো দুই হাজার কিট। এছাড়া চীন সরকার দেবে আরো ১০ হাজার কিট, ১৫ হাজার সার্জিকেল মাস্ক, ১০ হাজার মেডিকেল প্রটেকটিভ ড্রেস এবং ১ হাজার ইনফারেড থার্মোমিটার।
পর্যটন কেন্দ্রগুলো বন্ধ ঘোষনা করা হয়েছে। যাদের হাঁচি, কাশি, জ্বর তাদের মসজিদে জামাতে সালাত আদায় থেকে বিরত থাকার জন্য নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। এছাড়া সব ধরনের ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। জনসমাগম এড়িয়ে থাকার পাশাপাশি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
সরকার বলছে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। অযথাই বেশি বেশি কিনে বাজারে কৃত্রিম সংকট যাতে তৈরি করা না হয়, সে ব্যাপারে সবাইকে সচেতন হওয়ার আহŸান জানানো হয়েছে। বাজারে অতি মুনাফালোভীদের বিরুদ্ধে চলছে ভ্রাম্যমান আদালতের অভিযান।
করোনা ভাইরাস নিয়ে আতংক তৈরি না করে নিজেকে সচেতন করতে হবে সবার আগে বিদেশ থেকে আসা ব্যক্তিরা হোম কোয়ারেন্টাইনে থাকতে না চাইলে স্থানীয় প্রসাশন ও জনপ্রতিনিধিদের কাছে তথ্য দিয়ে সহায়তা করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন সরকারি নির্দেশনা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ মেনে চললেই এ দুর্যোগ থেকে মুক্তি মিলবে সহজে। সূত্র : সময় টিভি