চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর পেয়ার আহমেদ বলেন, সত্য ন্যায় ও কল্যাণের পক্ষে চাঁদপুর দিগন্ত ধারাবাহিকতা বজায় রাখবে । আমি অভিভূত আপনাদের শিরোনাম দেখে। ইতিমধ্যে পত্রিকাটির স্লোগান দেখেই বুঝা যায় তারা তা পারবে। ”সত্য প্রকাশে অবিচল” এটি একটি আদর্শিক অঙ্গীকার।
শনিবার চাঁদপুর প্রেসক্লাবে দৈনিক চাঁদপুর দিগন্তের ১৯তম বর্ষপূর্তি আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্য ডক্টর পেয়ার আহমেদ পত্রিকার সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। তিনি আহ্বান জানান অন্যায়ের বিরুদ্ধে চাঁদপুর দিগন্ত ভূমিকা রেখে যাবে, পাশাপাশি দেশের উন্নয়ন অগ্রগতিতেও পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, একজন শিক্ষক ও শিক্ষানুরাগী হিসেবে প্রত্যাশা করি, শিক্ষা গবেষণা নৈতিকতা ও প্রযুক্তি নির্ভর সংবাদ প্রকাশনায় চাঁদপুর দিগন্ত আরও এগিয়ে যাবে।
চাঁদপুর দিগন্তের ১৯তম বর্ষপূর্তি উপলক্ষেআলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া। অনুস্ঠানে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিন, পুলিশ সুপার মোঃ আব্দুর রকিব।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন সদর সহকারি ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান খান, চাঁদপুর নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ, চাঁদপুর পুরান বাজার ডিগ্রী কলেজের প্রিন্সিপাল মো. শোয়ায়েব, হাজিগঞ্জ আইডিয়াল কলেজ অফ এডুকেশন এর অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া, চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল রুশদী, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি মাকসুদুর রহমান, খেলাফত মজলিসের জেলা সভাপতি তোফায়েল আহমেদ, এনসিপি চাঁদপুর জেলা প্রধান সমন্বয়কারী মাহবুব আলম, ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এএসএম মিজানুর রহমান খান। চাঁদপুর শহর জামায়াতের আমীর এডভোকেট মো. শাহজাহান খান, চাঁদপুর দিগন্ত পত্রিকার যুগ্ম সম্পাদক আবদুস শুকুর মস্তান, খেলাফত মজলিসের চাঁদপুর জেলা সেক্রেটারি মোঃ আবুল কালাম।
চাঁদপুর দিগন্তের নির্বাহী সম্পাদক ইলিয়াস পাটোয়ারী এবং যুগ্ম সম্পাদক কে এম সালাহউদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, মতলব উত্তর প্রতিনিধি গোলাম নবী খোকন, সহকারি সম্পাদক জামাল আহমেদ আখন্দ, চাঁদপুর সময় ভারপ্রাপ্ত সম্পাদক এম ফরিদুল ইসলাম উকিল, সাপ্তাহিক সকালের সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মোশারফ হোসেন লিটন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, এডভোকেট ইকবাল বিন বাশার, ইকবাল পাটওয়ারী, গিয়াস উদ্দিন মিলন,শাহাদাত হোসেন শান্ত। অনুস্ঠানে চাঁদপুর দিগন্ত পরিবারের সদস্যগনসহ বিভিন্ন শ্রেণী পেশার সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।
বর্ষপূর্তি অনুষ্ঠানে শুরুতে কোরআন তেলাওয়াত করেন চাঁদপুর সাংবাদিক সমবায় সমিতির সভাপতি মোসাদ্দেক আল আকিব। ইসলামী সংগীত পরিষদ পরিচালনা পরিবেশন করেন শিল্পী আব্দুস সালাম।