বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া চাইলেন গাজীপুর মহানগর বিএনপির বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন পাপ্পু সরকার। একই সঙ্গে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেছেন। এছাড়া উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া ছেয়েছেন বিএনপির এই বহিষ্কৃত নেতা।
শুক্রবার বাদ জুমা টঙ্গীর আউচপাড়া এলাকায় তার নিজ বাড়িতে এই দোয়া মাহফিলের আয়োজন করেন রাকিব উদ্দিন সরকার পাপ্পু। এসময় পাপ্পু সরকার আশা প্রকাশ করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমার প্রতি ন্যায় বিচার করবেন। আমার বহিষ্কারাদেশের বিরুদ্ধে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে আমার বহিষ্কারাদেশ আদেশ প্রত্যাহার করবেন। বিগত ফ্যাসিস্টের ষড়যন্ত্রের শিকার হয়ে বিনা বিচারে দীর্ঘ ১৩ বছর জেল খেটেছি,আল্লাহর রহমতে মহামান্য আদালতের মাধ্যমে ন্যায়বিচার পেয়েছিলাম। আজ ঠিক একই কায়দায় ঐ ফ্যাসিস্টের কিছু দোসর রা ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে দল থেকে বহিষ্কারে সহযোগিতা করেছেন।
পাপ্পু সরকার বাংলাদেশের আপোষহীন নেত্রী এবং গণতন্ত্রের মা তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে দেশের উন্নয়ন ও রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করতে পারেন, সেজন্য দেশবাসির কাছে দোয়া চাই। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান লাখো কোটি তরুণের নয়নের মনি বাংলাদেশের আগামী নেতৃত্বে প্রাণপুরুষ তারেক রহমানের দীর্ঘায়সহ ও অতি সম্প্রতি ঘটে যাওয়া উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজের নিহত শিক্ষার্থী ও আহতদের রোগমুক্তি কামনা করেন।
উক্ত দোয়া মাহফিলে গাজীপুর ৬ আসনের বিএনপির মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহীন, বিএনপি নেতা সরকার শাহনূর ইসলাম রনি, সাইফুল ইসলাম শাহীন,তাঁতিদলের নেতা তাজুল ইসলাম, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মুহাম্মদ সুমনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্হিত ছিলেন।
উল্লেখ্য, গত ৬ জুলাই (রোববার) পাপ্পু সরকার ও অঙ্গসংগঠনের আরও তিন বিএনপি নেতাকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। অন্যান্য বহিস্কৃতরা হলেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আব্দুল হালিম মোল্লা, গাজীপুর মহানগর বিএনপি’র সাবেক সদস্য জিয়াউল হাসান স্বপন (জিএস স্বপন) এবং টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী।