কক্সবাজারের টেকনাফের হ্নীলার গহিন পাহাড় থেকে ১টি উজি আগ্নেয়াস্ত্র, ২টি একনলা বন্দুক, ৪টি গ্রেনেড ও ১০টি গুলি উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় র্যাব ও বিজিবির যৌথ অভিযানে এসব উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বিজিবি জানায়, চারজন ডাকাত পাহাড়ে আস্তানা গেড়েছে—এমন খবর পেয়ে বিজিবি ও র্যাবের দুটি বিশেষ টহল দল অভিযানটি পরিচালনা করে। তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালিয়ে যায়। পর আস্তানায় তল্লাশি চালিয়ে এসব অস্ত্র-গুলি উদ্ধার হয়। জানতে চাইলে উখিয়া-৬৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও গুলি টেকনাফ মডেল থানায় আলামত হিসেবে জমা দেওয়া হয়েছে। পাশাপাশি গ্রেনেড ধ্বংস করতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইজিবাইকের সিটের নিচে পিস্তল
এদিকে কক্সবাজারের উখিয়ায় একটি ওয়ান শুটারগানসহ এক ইজিবাইকচালককে গ্রেপ্তার করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার উপজেলার পালংখালী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর নাম মো. নুরুল আবছার (৩১)। তিনি উখিয়ার বালুখালীর সৈয়দ নূরের ছেলে।
বিজিবি সূত্র জানায়, বিজিবির তল্লাশিতে ব্যাটারিচালিত ইজিবাইকটির সিটের নিচে লাল কাপড় দিয়ে মোড়ানো আগ্নেয়াস্ত্রটি পাওয়া যায়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে চালক নুরুল আবছার এটি নিজের বলে স্বীকার করেন। তিনি জানান, বিক্রির উদ্দেশ্যে এটি উখিয়া নিয়ে যাচ্ছিলেন। জানতে চাইলে উখিয়া-৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও ইজিবাইক উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।