প্রথাগত সৌন্দর্যের ধারণা ভেঙে দিয়ে নিজের মত প্রকাশ করলেন বলিউড অভিনেত্রী কাজল। সম্প্রতি তাঁর অভিনীত ‘সারজামিন’ সিনেমা মুক্তি পেয়েছে, যার পরিচালনায় ছিলেন পৃথ্বীরাজ সুকুমারণ। ছবিতে অন্যতম চরিত্রে রয়েছেন সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খানও। ঠিক এই সময়েই একটি সাক্ষাৎকারে সৌন্দর্যচর্চা, বয়স এবং তারকাদের নিজস্ব পছন্দ-অপছন্দ নিয়ে খোলাখুলি কথা বলেন কাজল।
তারকাদের চেহারায় সার্জারি, ফিলার কিংবা বোটক্স ব্যবহারের প্রসঙ্গে কাজল বলেন, “নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। কেউ যদি নিজের চেহারায় পরিবর্তন আনতে চান এবং সেটা নিয়ে আত্মবিশ্বাসী থাকেন, তাতে অন্যদের কিছু বলার সুযোগ নেই।”
তিনি আরও যোগ করেন, “আজকাল শুধু নারীরাই নন, অনেক পুরুষ তারকাও নানা রকম প্রসাধন বা অস্ত্রোপচারের মাধ্যমে নিজেদের বদলে নিচ্ছেন। কিন্তু তাদের নিয়ে খুব একটা আলোচনা হয় না বা দোষারোপ করা হয় না। অথচ নারীদের ক্ষেত্রে ব্যাপারটা নিয়ে অনেক বেশি নেতিবাচকতা দেখা যায়। এটা খুবই অযৌক্তিক।”
বয়স নিয়ে সমাজের উদ্বেগ নিয়েও সরব হন কাজল। তার ভাষায়, “বয়স হওয়াটা জীবনের স্বাভাবিক নিয়ম। বরং প্রতিটি বয়সের স্বাদ উপভোগ করাটাই জরুরি। আমরা যারা আজ বেঁচে আছি, বয়সের নতুন ধাপ দেখতে পাচ্ছি, সেটাই সৌভাগ্যের। কারণ এমন অনেকেই আছেন যারা অকালে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এবং এই অভিজ্ঞতা নিতে পারেননি।”