ফিলিস্তিনি চিকিৎসা সংস্থা Healthcare Workers Watch (HWW) জানিয়েছে, গাজা উপত্যকা থেকে বর্তমানে অন্তত ২৮ জন চিকিৎসক ইসরায়েলি কারাগারে আটক রয়েছেন। এদের মধ্যে ৮ জন হলেন জ্যেষ্ঠ পরামর্শক, যারা সার্জারি, অস্থি চিকিৎসা, ইনটেনসিভ কেয়ার, হৃদরোগ ও শিশুস্বাস্থ্য বিভাগের বিশেষজ্ঞ।
এই ২৮ জনের মধ্যে ২১ জন চিকিৎসক ৪০০ দিনেরও বেশি সময় ধরে আটক রয়েছেন। HWW জানিয়েছে, তাদের কারোর বিরুদ্ধেই ইসরায়েলি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ গঠন করেনি। জুলাই মাসের শুরু থেকে এখন পর্যন্ত তিনজন স্বাস্থ্যকর্মী নতুন করে আটক হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, রাফার আবু ইউসুফ আল-নাজ্জার হাসপাতালের প্রধান ডা. মারওয়ান আল-হামস-কে ইসরায়েলি একটি ছদ্মবেশী বাহিনী আটক করেছে। তিনি ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের পরিচালিত একটি ফিল্ড হাসপাতালের বাইরে অবস্থান করছিলেন। তার অবস্থান বর্তমানে অজানা এবং ইসরায়েলি কর্তৃপক্ষ তার গ্রেপ্তারের বিষয়ে এখনও কোনো বিবৃতি দেয়নি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) নিশ্চিত করে যে, দক্ষিণ গাজার দেইর আল-বালাহ এলাকায় কর্মী ও তাদের পরিবারের জন্য তৈরি একটি আশ্রয়কেন্দ্র থেকে WHO-এর দুইজন কর্মী-কে ইসরায়েলি বাহিনী তুলে নিয়ে যায়। তাদের মধ্যেএকজন এখনও ইসরায়েলের হেফাজতে রয়েছেন।
এই ঘটনাগুলো গাজার স্বাস্থ্যখাতের ওপর চলমান হামলার আরেকটি উদ্বেগজনক দিক হিসেবে দেখা হচ্ছে।