ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্টের তৃতীয় দিনে দারুণ এক সেঞ্চুরি করে বিশ্বের দ্বিতীয় সর্বাধিক টেস্ট রানের মালিক হয়ে গেলেন জো রুট। ইংল্যান্ড-ভারত এই টেস্টের আগে সর্বাধিক রান সংগ্রহের তালিকায় পঞ্চমস্থানে ছিলেন রুট। তার সংগ্রহ ছিল ১৩,২৫৯ রান। আর তৃতীয় এবং চতুর্থস্থানে থাকা জ্যাক ক্যালিস এবং রাহুল দ্রাবিড়ের সংগ্রহ ছিল যথাক্রমে ১৩,২৮৯ এবং ১৩,২৮৮ রান। এই দুই তারকাকে ছাপিয়ে যেতে রুটের প্রয়োজন ছিল মাত্র ৩০ রান। সেই কাজটিই করলেন ৩৪ বছর বয়সী এই তারকা।
তবে আর মাত্র ১৪ রান করলেই অস্ট্রেলিয়ার পন্টিংকে হারিয়ে দ্বিতীয় স্থান দখল করবেন তিনি। পন্টিংয়ের রান ১৩,৩৭৮। আর প্রথম স্থানে থাকা শচিনকে (১৫,৯২১) ছাড়াতে রুটকে আরও ২,৫৫৮ রান করতে হবে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত রুট অপরাজিত ১০৫ রানে ব্যাটিং করছেন। এটি তার ক্যারিয়ারের ৩৮তম সেঞ্চুরি। এর মধ্য দিয়ে তিনি টেস্ট ইতিহাসে যৌথভাবে কুমার সাঙ্গাকারার (৩৮) সমান হলেন। টেস্টে সেঞ্চুরির তালিকায় তার সামনে কেবল রিকি পন্টিং (৪১), জ্যাক ক্যালিস (৪৫) ও শচীন টেন্ডুলকর (৫১) রয়েছেন। প্রথম ইনিংসে ভারতের ৩৫৮ রানের জবাবে ৪ উইকেটে ৪০৯ রান করেছে ইংল্যান্ড। এতে ৫১ রানে এগিয়ে আছে স্বাগতিকরা। এদিকে ঋষভ পন্থ মানেই যেন নতুন নতুন রেকর্ড। ওল্ড ট্রাফোর্ড টেস্টে দ্বিতীয় দিনে ইংল্যান্ডের বিপক্ষে ভাঙা পা নিয়ে ব্যাটিংয়ে নেমে যোগ করেছেন ১৭ রান। ৩৭ রানে আগের দিন রিটায়ার্ড হার্ট হওয়া এই ক্রিকেটার আউট হন ৫৪ রানে। এই ১৭ রান তোলার পথে জফরা আর্চারের বলে একটি ছক্কা মারেন পন্থ। তাতে যৌথভাবে পন্থ এখন টেস্টে ভারতের সর্বোচ্চ ছক্কা মারা ব্যাটসম্যান। তার সমান ৯০টি ছক্কা আছে শুধু বীরেন্দর শেবাগের, তিনি পন্থের চেয়ে ৯৬টি টেস্ট ইনিংস বেশি খেলেছেন।
এদিকে বল হাতে ওল্ড ট্রাফোর্ড টেস্টের প্রথম দিন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস নিয়েছিলেন দুই উইকেট। দ্বিতীয় দিন নেন আরও তিনটি উইকেট। ২৪ ওভার বোলিং করে ৭২ রানে তার শিকার ৫ উইকেট। দীর্ঘ আট বছর পর টেস্ট ক্রিকেটে ফাইফারের স্বাদ পেলেন তিনি। একই সঙ্গে ৪২ বছর পর অধিনায়ক হিসেবে পাঁচ উইকেট পেলেন স্টোকস। এর আগে ১৯৮৩ সালের জুলাইয়ে হেডিংলিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩৫ রানে ৫ উইকেট নিয়েছিলেন বব উইলিস। তখন তিনি ছিলেন ইংল্যান্ডের অধিনায়ক।
তবে দেশের বাইরে স্টোকসের আগে পাঁচ দিনের ফরম্যাটে পাঁচ উইকেট নিয়েছিলেন আরেক ইংলিশ অধিনায়ক জো রুট। ২০২১ সালে ভারতের বিরুদ্ধে আহমেদাবাদে দিন-রাতের টেস্টে ৮ রানে ৫ উইকেট নিয়েছিলেন রুট। স্টোকস চতুর্থ টেস্টের প্রথম দিন শুভমান গিল ও সাই সুদর্শনের উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় দিন শার্দুল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর ও অংশুল কাম্বোজকে ফিরিয়ে পাঁচ উইকেট নেন তিনি।
অন্যদিকে টেস্টে মাত্র ৮২ ইনিংসে ৯০ ছক্কা মারা পন্থ যে ভারতের সর্বোচ্চ ছক্কার মালিক হবেন, সেটি এখন সময়ের ব্যাপার। ভারতের প্রথম ব্যাটসম্যান হিসেবে তিনিই হয়ত টেস্টে ১০০ ছক্কা মারার মাইলফলক। ৯০টি ছক্কার মধ্যে পন্থ ইংল্যান্ডের বিপক্ষেই মেরেছেন ৩৮, টেস্টে কোনো দলের বিপক্ষে যা দ্বিতীয় সর্বোচ্চ। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ ৩৯টি ছক্কা মারার রেকর্ড আছে বেন স্টোকসের। এই রেকর্ডও হয়তো পন্থেরই হবে। বয়সে যে পন্থ (২৭) স্টোকসের (৩৪) চেয়ে ৭ বছর ছোট।
জো রুটের অনন্য কীর্তি
খেলা
7,654 Views