কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ ভবনের সামনেই নির্মিত হয়েছে এক দৃষ্টিনন্দন ও ব্যতিক্রমী স্থাপনা—আল্লাহর ৯৯ নামের স্তম্ভ ‘আয়াতে নূর’। আরবি হরফে খোদাইকৃত আল্লাহর গুণবাচক ৯৯টি নাম নিয়ে নির্মিত এই স্তম্ভটি ইতোমধ্যে দর্শনার্থীদের নজর কাড়তে শুরু করেছে। প্রতিদিনই দূরদূরান্ত থেকে মানুষ এটি দেখতে আসছেন।
সরকারি অর্থায়নে নির্মিত এই স্তম্ভের পরিকল্পনা ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়া খানম। তাঁর এই উদ্যোগের প্রশংসা করছেন উপজেলার সাধারণ মানুষসহ বিভিন্ন মহল।
সরেজমিন ঘুরে দেখা যায়, বর্গাকৃতির স্তম্ভটির প্রতিটি পাশে আরবি ভাষায় আল্লাহর গুণবাচক নামগুলো খোদাই করা হয়েছে। কারুকার্য খচিত স্তম্ভটির সৌন্দর্য আগত দর্শনার্থীদের মুগ্ধ করছে।
জানা যায়, দেশের বিভিন্ন স্থানে এরকম আল্লাহর ৯৯ নামের স্তম্ভ বা মিনার নির্মিত হলেও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় এটি প্রথম। ইসলাম ধর্মে আল্লাহর ৯৯টি নাম—‘আসমাউল হুসনা’—অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পবিত্র কোরআন ও হাদিসে এসব নাম উল্লেখ রয়েছে। এগুলোর উচ্চারণ, অর্থ জানা এবং জিকির করা অত্যন্ত ফজিলতপূর্ণ বলে ধর্মীয়ভাবে বিশ্বাস করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া খানম বলেন, “আমরা চাইছিলাম এমন একটি কিছু নির্মাণ করতে যা মানুষ দেখবে, পড়বে, এবং আল্লাহর নাম স্মরণ করবে। এখানে প্রতিদিন বহু মানুষ আসে—তারা স্তম্ভটি দেখে উপকৃত হচ্ছে। এতে যেমন ধর্মীয় অনুপ্রেরণা তৈরি হচ্ছে, তেমনি সওয়াবও মিলছে। আমার উপজেলায় যারা এ কাজে সহযোগিতা করেছেন, তারাও এতে সওয়াবের ভাগীদার হবেন বলে আমি বিশ্বাস করি।