আগের ম্যাচে ৩-০ গোলের বিশাল ব্যবধানে হারের পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে ইন্টার মিয়ামি। আজ মেজর লীগ সকারের ম্যাচে নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে মেসির জোড়া গোল ও এক অ্যাসিস্টের সুবাদে ৫-১ গোলের বড় জয় পেয়েছে তার দল।
ম্যাচের শুরুতেই মিয়ামি এক গোল হজম করে কিছুটা চাপে পড়লেও, কিছুক্ষণ পরই মেসির দারুণ অ্যাসিস্টে সমতায় ফেরে তারা। এরপর ম্যাচের দ্বিতীয় ভাগে মেসি একাই দুটি গোল করেন এবং আরও একটি অ্যাসিস্ট করে দলের বড় জয় নিশ্চিত করেন। তার এই অসাধারণ পারফরম্যান্সের জন্য তিনি ম্যাচ সেরার পুরস্কারও তুলে নেন। এই জয়ের মধ্য দিয়ে মেসি এমএলএস-এর চলতি মৌসুমে তার গোল সংখ্যা ১৮-তে উন্নীত করেছেন, যা মাত্র ১৭ ম্যাচে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তাকে সবার উপরে রেখেছে।