জামালপুরের ইসলামপুর সরকারি জে.জে.কে.এম.গার্লস হাইস্কুল এন্ড কলেজের নারী কেলেঙ্কারি, লম্পট অধ্যক্ষ (বরখাস্তকৃত) আব্দুস সালামকে স্বপদে পূর্ণঃবহাল না করে চূড়ান্তভাবে অপসারণ চেয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ জুলাই) ইসলামপুর সরকারি জে.জে.কে.এম.গার্লস হাইস্কুল এন্ড কলেজে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ইসলামপুরের সর্বস্তরে জনগণ পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন সরকার, ইসলামপুর সরকারি জে.জে.কে.এম.গার্লস হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম, অভিভাবক মহাবুবুল আলম, সাঈদ খান লোহানী, ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি ও অভিভাবক মোরাদুজ্জামান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনির খান লোহানী, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী রৌদশীসহ আরো অনেকে।
বক্তারা বলেন, গত ২ ফেব্রুয়ারি ২০২০ সালে দেওয়ানগঞ্জগামী তিস্তা ট্রেনের কেবিনে আপত্তিকর অবস্থায় এক ছাত্রীসহ কলেজের অধ্যক্ষ আব্দুস সালামকে যৌন মিলনের সরঞ্জামাদিসহ রেলওয়ে পুলিশের হাতে আটক হয়। ইসলামপুরের ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সাথে ট্রেনে নারী কেলেঙ্কারি ঘটনা জড়িত সাবেক অধ্যক্ষ আবারো আইনের মারপেচে নিজেকে অধ্যক্ষ দাবি করে যোগদান করার পায়তারা করছে। তার বিরুদ্ধে গত ১৭ জুলাই একটি মানববন্ধন হয়েছে। তাই এমন নৈতিক চরিত্র অবক্ষয় কুলাঙ্গার শিক্ষকের আগমনে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী, ও অভিভাবকদের মাঝে ক্ষোভে সৃষ্টি হয়েছে।