ঐতিহাসিক জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে পরিবেশবান্ধব উদ্যোগ নিয়েছে খাগড়াছড়ি জেলা বিএনপি। রোববার (২০ জুলাই) সকালে শহরের কলাবাগান বৈঠক প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ৫০ হাজারের বেশি বনজ, ফলদ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়।
“গাছ লাগান, শহীদ স্মরণে ইতিহাস বাঁচান” এই শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত কর্মসূচিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এন. আবছারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে চারা বিতরণ শেষে শহরের প্রধান সড়ক ও বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ করা হয়।