ইরান ও চীন একটি গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম রেলপথকে বিদ্যুতায়িত করার জন্য চুক্তি স্বাক্ষর করেছে। এই পদক্ষেপ দেশটির পণ্য পরিবহন ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াবে বলে জানিয়েছে মেহর নিউজ এজেন্সি।
প্রায় ১,০০০ কিলোমিটার দীর্ঘ এই রেলপথ উত্তর-পূর্ব সীমান্তের সারাখস থেকে শুরু হয়ে পশ্চিম সীমান্তের রাজি পর্যন্ত বিস্তৃত হবে। ইরানের রেল খাতের প্রতিনিধি জাব্বার আলী জাকেরির মতে, এই প্রকল্পে কিছু অংশে ডাবল ট্র্যাকও নির্মাণ করা হবে এবং এর ফলে করিডোরটির পণ্য পরিবহন ক্ষমতা তিন গুণ বাড়িয়ে বছরে ১.৫ কোটি টনে উন্নীত করা হবে।এই ঘোষণা চীনের বেইজিংয়ে জাকেরি ও চীনা রেল শিল্পের প্রতিনিধি গুয়ো ঝুঝুয়ের মধ্যে এক বৈঠকের পর দেওয়া হয়। বৈঠকে ঝুঝুয়ে ইরানকে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ-এর একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে চীনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি ইরানি রেল নেটওয়ার্ক দিয়ে কন্টেইনার কার্গো পরিবহন আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন।
মিডিয়া সূত্র অনুযায়ী, ইরানি রেলপথ ইতোমধ্যেই চীন, রাশিয়া এবং ভারতের মতো দেশগুলোর মধ্যে পূর্ব-পশ্চিম ও উত্তর-দক্ষিণ পণ্য পরিবহনে ক্রমবর্ধমান ভূমিকা পালন করছে। রেল ও সড়ক সংযোগ সম্প্রসারণের এই উদ্যোগ ইরানের বৃহত্তর কৌশলের অংশ, যার লক্ষ্য হলো দেশের অর্থনীতিকে বৈচিত্র্যময় করা এবং তেল ও গ্যাস রপ্তানির ওপর নির্ভরতা কমানো।