স্পোর্টস ডেস্ক, এইউজেডনিউজ২৪: অনেকদিন পর আলোচনায় সৈকত আলি, ব্যাটে-বলে উজ্জ্বল নাসির হোসেন, ফিফটিতে জ্বললেন নুরুল হাসান সোহান। তাদের তিন ফিফটিতে পৌনে তিনশর কাছে সংগ্রহ গড়ে বোলারদের দৃঢ়তায় খেলাঘর সমাজ কল্যাণ স্মৃতির বিপক্ষে ৫৫ রানের দারুণ এক জয় তুলে নিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
সোমবার সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে শুরুতে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৭৬ রান তোলে শেখ জামাল। সৈকত ৮৩, নাসির ৫৬, সোহান ৫৮ রান করেন। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ২২১ পর্যন্ত যেতে পারে খেলাঘর।
মোহাম্মদ আশরাফুল (৩) দ্রুত ফিরে গেলে সোহরাওয়ার্দী শুভকে (২৫) নিয়ে ৮৬ রানের জুটিতে শেখ জামালের হাল ধরেন সৈকত। ১০ চার ও ২ ছক্কায় ৭৯ বলে ৮৩ রানের ঝলমলে ইনিংস খেলে এ ওপেনার ফিরলে ভাঙে জুটি।
শুভ বেশিক্ষণ টিকতে পারেননি তারপর। সেখান থেকে হাল ধরেন নাসির ও সোহান। দুজনে জুটিতে আনেন ৯৬ রান। ২ চারের পিঠে ৪ ছক্কায় আক্রমণাত্মক মেজাজে নাসির ৫৭ বলে ৫৬ করে সাজঘরে হাঁটা দিলে ভাঙে জুটি।
অধিনায়ক সোহান আরও কিছুক্ষণ থাকেন। ৬৭ বলে ৫৮ রানের ইনিংস উইকেটরক্ষক-ব্যাটসম্যানের, ৫ চার ও এক ছয়ে সাজানো। তানবির ৪ ও মাশরাফী ১ রানে ফেরার পর জিয়াউর রহমান ২ ছক্কায় ২১ বলে ২৪ করলে পৌনে তিনশতে যায় শেখ জামালরা।
মিডিয়াম পেসার ইরফান হোসেইন ৪৩ রানে ৪ উইকেট নিয়ে খেলাঘরের সেরা। ২টি করে উইকেট নিয়েছেন খালেদ আহমেদ ও মাসুম খান। এক উইকেট টিপু সুলতানের।
লক্ষ্য তাড়ায় নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে খেলাঘর। ইমতিয়াজ ২৯, সাদিকুর ১২, ফরহাদ ৬, মিরাজ ৭, সালমান ২৪, মাসুম ২২ রান করে দিয়ে যান। ইনিংসের একমাত্র ফিফটি অধিনায়ক জহুরুল ইসলামের, ৭৮ বলে ৫১ রানের ইনিংস।
মাশরাফী এক মেডেনে ৭ ওভারে ৩৪ রান খরচ করলেও কোনো উইকেট পাননি। ২টি করে উইকেট নিয়েছেন সোহরাওয়ার্দী ও ইলিয়াস সানি। একটি করে উইকেট গেছে নাসির, এবাদত ও সালাউদ্দিনের দখলে। নাসির ৫ ওভারে এক মেডেনে এক উইকেট নিতে খরচ করেছেন মাত্র ৯ রান। সূত্র : ইউএনবি