সাফ অনূর্ধ্ব–২০ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে শ্রীলংকাকে ৯-১ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা বজায় রাখল লাল-সবুজ জার্সিধারীরা। আজ নেপালের বিপক্ষে ৩-২ গোলের রুদ্ধশ্বাস জয় পেয়েছে বাংলাদেশের নারীরা।
রবিবার বাংলাদেশ জয় পেয়েছে একদম শেষ মুহূর্তে। কিংস অ্যারেনায় ২-২ গোলের ড্র যখন প্রায় নিশ্চিত, তখনই গোল পায় বাংলাদেশ। স্তব্ধ হওয়া গ্যালারিকে জাগিয়ে তোলেন তৃষ্ণা রানী। জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
ম্যাচে প্রথম গোল পায় বাংলাদেশই। বক্সের বাঁ পাশ থেকে সাগরিকার বাড়ানো বল পেয়ে জটলার মধ্যে থেকেই শট নেন মুনকি আক্তার। ১৩তম মিনিটে সেই বল ফিরতি শটে জালে জড়ান সিনহা জাহান শিখা। চলতি সাফে এটি তার দ্বিতীয় গোল।
নেপালও তাদের শক্তিমত্তা দেখায় এরপর। তবে বাংলাদেশের গোলকিপার স্বর্ণা রানী ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ। ব্যবধান দ্বিগুণ হয় ৩৬তম মিনিটে। শান্তি মার্দির লম্বা ক্রসে ছোট বক্সের ভেতর থেকে শিখার দুটি শটই আটকান নেপাল গোলরক্ষক সুজাতা, কিন্তু গ্লাভসে জমাতে পারেননি তিনি। আলগা বল টোকায় জালে জড়ান পাশেই থাকা সাগরিকা।
প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। বিরতির পর ম্যাচের ৫৫ মিনিটে মেজাজ হারিয়ে হাতাহাতিতে জড়ান বাংলাদেশের সাগরিকা ও নেপালের সিমরান রায়। ফলে লাল কার্ড দেখে দুজনকেই মাঠের বাইরে যেতে হয়। ম্যাচের বাকি সময় ১০ জন নিয়েই খেলে দুই দল।
রক্ষণ ঝিমিয়ে পড়ার পর ৭৬ মিনিটে গোল খায় বাংলাদেশ। ডি-বক্সে নেপালের মিনা দেউবা ফাউল হলে পেনাল্টি দেন রেফারি। সেখান থেকে গোল দেন আনিশা রায়। ৮৭ মিনিটে এগিয়ে যায় সফরকারীরা। বাংলাদেশের এলোমেলো রক্ষণের সুযোগ কাজে লাগিয়ে পূর্ণিমা রায়ের ক্রসে গোল দেন মিনা। ম্যাচে আসে সমতা। তারপর তৃষ্ণার শেষ গোলে উল্লাসে মাতে বাংলাদেশ।
চারটি দেশ নিয়ে হচ্ছে সাফ অনূর্ধ্ব–২০ নারী চ্যাম্পিয়নশিপ। নাম আগেই প্রত্যাহার করে নিয়েছিল ভারত। বাংলাদেশ ও নেপাল বাদে বাকি দুইটি দেশ হচ্ছে শ্রীলঙ্কা ও ভুটান। চার দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে একে অন্যের সঙ্গে দুবার করে খেলবে। একটি দল ছয়টি করে ম্যাচ পাবে। সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দল হবে চ্যাম্পিয়ন।