ঢাকা মহানগর বিএনপির উত্তরের সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরব বলেছেন, সম্প্রতি মিটফোর্ড এলাকায় ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ডকে জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতে চায় একটি কুচক্রি মহল। সকল ভেদাভেদ ভুলে গনতন্ত্র ও স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নেতৃত্বে এক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যাক্ত করেন। সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজি ও অপপ্রচারের বিরুদ্ধে ঢাকা ১২ আসন এর বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে গতকাল রবিবার মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
নিরব বলেন, ‘আজকে দেশের মানুষ যখন নির্বাচনমূখী তখনই একটি চক্র বিভিন্নরকম হামলা ও চক্রান্ত করছে নির্বাচন বানচালের জন্য। মিটফোর্ডের হত্যাকাণ্ড এই চক্রান্তের অংশ। আমরা বিএনপি পরিবার এই চক্রান্ত তারেক রহমানের নেতৃত্বে নস্যাৎ করে দিব।
সাইফুল আলম নিরব বলেন, ‘এই দেশ নিয়ে ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী। আমরা বিগত ১৭ বছর হামলা মামলা নিনির্যাতনের স্বীকার হয়ে তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন করেছি। আন্দোলনের মাধ্যমে বিগত ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত করেছি। আগামীতেও তারেক রহমান এর নেতৃত্বে সকল ষড়যন্ত্র মোকাবেলা করব।’
তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির যুগ্ম-আহবায়ক হুমায়ূন কবির আহমেদ সভাপতিত্বে উপস্থিত ছিলেন হাতিরঝিল থানা বিএনপির আহবায়ক নাজমুল হক মাসুম, তেজগাঁও থানা বিএনপির সাবেক আহবায়ক মো. আলি, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, যুবদল সাবেক সহ-সাধারন সম্পাদক কামরুজ্জামান রতন, যুবদল সাবেক সহ-সাধারন সম্পাদক আবু সুফিয়ান দুলাল, যুবদল সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সামসুল ইসলাম, যুবদলের সাবেক ক্রীড়া সম্পাদক আবুল মনছুর খান দীপক, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল রিয়াদ, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সৈকত, তেজগাঁও শিল্পাঞ্চল থানা যুবদলের সাবেক সভাপতি মো. সোলায়মান, তেজগাঁও শিল্পাঞ্চল থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মনির, ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি কাজি ইলিয়াস, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মিছিলটি শিল্পাঞ্চল থানার নাবিস্কোর মোড় হতে সাতরাস্তা মোড় হয়ে তেজগাঁও ট্রাক স্ট্যান্ড হয়ে ফার্মগেট হয়ে কাওরান বাজার টিসিবি ভবনের সামনে গিয়ে শেষ হয়।
মিটফোর্ড হত্যাকাণ্ড ঘটিয়ে জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতে চায় একটি কুচক্রি মহল : সাইফুল আলম নিরব
পলিটিক্যাল ডেস্ক
ছবি
6,591 Views