তাঁর নাম পবিত্র আল ইবাদাত। তিনি রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ী দল’ নামে একটি সংগঠন খুলে চাঁদা দাবি করে আসছিলেন। অবশেষে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভুয়া সংগঠন তৈরি করে চাঁদা দাবির অভিযোগে করা মামলায় শনিবার রাত ১০টার দিকে কথিত জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের সভাপতি পবিত্র আল ইবাদাতকে গ্রেপ্তার করেছে পল্টন থানা-পুলিশ। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নসিরুল আমিন বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ী দল’ নামে ভুয়া সংগঠন তৈরি করে চাঁদা দাবিসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সংগঠনটির কথিত সভাপতি ইবাদাতকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর এই ভুয়া সংগঠনটির কার্যালয় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে অবস্থিত। ওসি জানান, কেন ইবাদাত এই ভুঁইফোড় সংগঠন তৈরি করেছেন, কী ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তিনি জড়িত, সেসব বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ইবাদাতের বিরুদ্ধে মামলাটি করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারী। তিনি বলেন, পল্টনে বিএনপি কার্যালয়ের পাশে কথিত পবিত্র আল ইবাদাত ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ী দল’ নামে ভুয়া সংগঠন তৈরি করে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। ওই সংগঠনের সাধারণ সম্পাদক নাদিয়া ইসলাম। আবদুস সাত্তার পাটোয়ারী বলেন, এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পল্টন থানায় চিঠি দেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ইবাদাতকে গ্রেপ্তার করে।