ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনা ভাইরাসে আরো সাত বাংলাদেশি আক্রান্ত হয়েছেন। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৬৯ জনের। আতঙ্কে দিন কাটাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। নিউইয়র্কের সব স্কুল আগামী ২০ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার ও সিটি কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে একদিনেই মৃত্যু হয়েছে ১১ জনের; আর আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে সাতশ’ মানুষ। করোনা ভাইরাস আতঙ্কের মধ্যে রোববার (১৫ মার্চ) নিউইয়র্কের সব স্কুল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে স্কুল খুলবে ২০ এপ্রিল।
স্কুল বন্ধ হওয়ায় বাংলাদেশি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে কিছু হলেও স্বস্তি এসেছে। তবে বাংলাদেশিদের মধ্যে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় আতঙ্কে রয়েছেন তারা।
নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও বলেন, আমরা এমনই চ্যালেঞ্জ নিয়ে কাজ করছি, যা আগে কেউ কখনো দেখেনি। অসংখ্য অজানা চ্যালেঞ্জও আমাদের মোকাবিলা করতে হবে। যদিও পৌঁছানো কঠিন হবে।
দ্রুত অবনতি হলেও রোববার নিয়মিত ব্রিফিংয়ে পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে করোনা ভাইরাস আতঙ্কে দেশের বিমানবন্দরগুলো যাত্রী শূন্য হয়ে পড়েছে।
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোর এমন চিত্র নজিরবিহীন। তবে করোনা ভাইরাস আতঙ্কে বিদেশে থাকা মার্কিন নাগরিকরা দেশে ফিরে আসছেন। তাদের চাপে হিমশিম খাচ্ছে ইউরোপের বিমানবন্দরগুলো।