গাজার উত্তরের শাতি শরণার্থী শিবিরে একটি বাড়িতে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় অন্তত ৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল-শিফা হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার সকালে এই হামলায় আরও ৩০ জনের বেশি মানুষ আহত হয়েছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
এদিকে, ভোর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় গাজা জুড়ে মোট ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শাতি শিবিরে ৮ জন ছাড়াও, দেইর আল-বালাহ শহরে একটি বাড়িতে বোমা হামলায় ২ জন এবং খান ইউনুসে একটি ড্রোন হামলায় তাবুতে অবস্থানরত আরও ২ জন মারা গেছেন।
ইসরায়েলের এ ধরনের হামলা অব্যাহত থাকায় গাজায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও হতাশা বিরাজ করছে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।