ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: ভারতের কেরালার কোচি বিমানবন্দরের দুবাইগামী এমিরেটসের একটি ফ্লাইট থেকে হঠাৎ করেই নামিয়ে দেওয়া হয়েছে ২৭০ জন যাত্রীকে। উড়োজাহাজটি ওড়ার ঠিক আগেই জানা গেছে ওই ফ্লাইটের একজন ব্রিটিশ যাত্রীর শরীরে করোনা পড়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনার পর সব যাত্রীকে হাসপাতালে পাঠানো হয়েছে মেডিক্যাল চেকআপ এবং স্ক্রিনিং করার জন্য।
কোচি আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র জানিয়েছেন, কেরালার মুন্নারের এক শৈল শহরে ওই ব্যক্তিসহ ১৯ জন ছুটি কাটাচ্ছিলেন। তাদের এরইমধ্যে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
অভিযোগে বলা হচ্ছে, আক্রান্ত ব্রিটিশ ব্যক্তি কোয়ারেন্টাইন অবস্থা থেকে বেরিয়ে কর্তৃপক্ষকে কিছু না জানিয়েই দলের বাকিদের সঙ্গে যোগ দেন কোচি বিমানবন্দরে। তাকে চিহ্নিত করে বিমানবন্দর কর্তৃপক্ষ বিমান থেকে নামায়।
কোচি বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ওই ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গিয়েছে।
প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয়, ওই ১৯ জনের দলের প্রত্যেককে বিমান থেকে নামিয়ে আনা হবে। কিন্তু পরে সিদ্ধান্ত নেওয়া হয়, ফ্লাইটে থাকা ২৭০ জন যাত্রীকেই বিমান থেকে নামিয়ে হাসপাতালে পর্যবেক্ষণের জন্য পাঠানো হবে।
এরমধ্যে ভারতের কেরালায় ২২ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। গত মাসে এদের মধ্যে তিনজন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়িতে ফেরত গিয়েছে।