জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম কুড়িগ্রামে শহীদ নূর আলমের পরিবার পরিজনের সঙ্গে দেখা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে এই সাক্ষাতের বিবরণ তুলে ধরেন।
ফেসবুকে পেজে উল্লেখ করা হয়,“কুড়িগ্রামের শহীদ নূর আলম পেশায় রাজমিস্ত্রী ছিলেন। বাইশ বছর বয়সী এই অকুতোভয় বীর গর্ভবতী স্ত্রীকে রেখে ২০২৪ সালের ২০ জুলাই গাজীপুরে পুলিশের গুলিতে শহীদ হন।”
পোস্টে জানানো হয়,নূর আলম শহীদ হবার পরে ওনার সন্তান জন্ম নেয়। সেই পিতৃহীন কন্যা সন্তানের বয়স এখন দশ মাস।
জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনে কুড়িগ্রামে অবস্থানকালে নাহিদ ইসলাম শহীদ নূর আলমের পরিবারবর্গের সঙ্গে সাক্ষাৎ করেন।জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনে কুড়িগ্রামে নাহিদ ইসলাম বীর শহীদ নূর আলমের কন্যা, স্ত্রী এবং শ্বশুরের সঙ্গে দেখা করেন।