ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: ভয়াবহ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কন্যা ইভাঙ্কাও।করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোর যোগাযোগ বিষয়ক সচিব ফাবিও ওয়াজনগার্টেন। তবে গত সপ্তাহান্তেই তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এতে গুঞ্জন উঠেছিল, ওয়াজনগার্টেনের কাছ থেকে ভাইরাসটি ট্রাম্পের শরীরেও ছড়িয়ে থাকতে পারে।
মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার ও হোয়াইট হাউস কর্মকর্তাদের বরাতে সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, গত সপ্তাহে এক অনুষ্ঠানে তার সঙ্গে দেখা করার পর অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী পিটার ডুটন মহামারী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তখন করোনায় আক্রান্ত পিটারের সঙ্গে হাত মিলিয়েছিলেন ইভাঙ্কা। মূলত এসব কারণেই ইভাঙ্কা ভাইরাসটিতে সংক্রমিত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়, করোনায় আক্রান্ত অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী পিটার বর্তমানে কুইন্সল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতে আছেন।