একটা বড় রাজনৈতিক দলের সদিচ্ছার অভাবে দেশটাকে জনগণের করতে ব্যর্থ হচ্ছে বলে জানান জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব, মোহাম্মদ রিয়াজ মিয়া।
রিয়াজ মিয়া বলেন, গত বছর আজকের এই দিনে আমরা স্লোগান দিয়েছিলাম—‘লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না’। সেই স্লোগান দিয়েই জুলাই আন্দোলনের সূচনা হয়েছিল। দেশটা যাতে জনগণের হয়, সেই জনগণের করার ক্ষেত্রে আমরা একটা ঐতিহাসিক সুযোগ পেয়েছিলাম ২০২৪-এর জুলাই আন্দোলনের পরবর্তীতে। কিন্তু এই ঐতিহাসিক সুযোগটা একটা বড় রাজনৈতিক দলের সদিচ্ছার অভাবে ব্যর্থ হচ্ছে।
তিনি আরও বলেন, ৫ই আগস্ট সরকার পতনের পর আমরা বলেছিলাম যে জাতীয় সরকার চাই। যেটা হয়নি, একটা দলের সদিচ্ছার অভাবে। আবার আমরা বলেছি যে ফ্যাসিস্ট রাষ্ট্র, সরকারের বসানো রাষ্ট্রপতির পদত্যাগ চাই। একটা দল সদিচ্ছার অভাবে করেনি, তারা বলছে সাংবিধানিক সংকট হবে।
তিনি আরও উল্লেখ করেন, আমরা বলছি যে নতুন সংবিধান চাই। আমরা বলছি যে সংবিধান সংশোধনকে কঠিন করতে হবে। কারণ বিগত ৫০ বছরে কেবলমাত্র রাজনৈতিক স্বার্থের জন্য, বিভিন্ন ব্যক্তিকেন্দ্রিক সুবিধা দেওয়ার জন্য বারবার সংবিধান সংশোধন করা হচ্ছে। আমরা বলছি, সংবিধান সংস্কার মানে এটাকে কঠিন করতে হবে। কিন্তু একটা দল এটাতে বাগড়া দিচ্ছে।