ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: করোনা আতঙ্ক না ছড়াতে জঙ্গিদের ধর্মীয় নির্দেশনা দিয়েছে ইসলামিক জঙ্গি গোষ্ঠী আইএস। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেইলি মেইল বিষয়টি নিশ্চিত করেছে। নির্দেশনায় আইএসের সব সদস্যকে করোনায় আক্রান্ত সবার থেকে দূরে থাকতে বলা হয়েছে। সেই সাথে খাওয়ার আগে হাত ধোওয়া এবং নির্দিষ্ট জায়গায় ভ্রমণের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া করোনা থেকে মুক্তির জন্য স্রষ্টার কাছে প্রার্থনা করার বিষয়েও তাগিদ দিয়েছে আইএস।
এরই মধ্যে মধ্যপ্রাচ্যের বেশি কিছু ঘাঁটি হারিয়ে সিরিয়া ও ইরাকে প্রভাব বিস্তার করছে ইসলামিক জঙ্গি গোষ্ঠী আইএস। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইরাকে এ পর্যন্ত ৮ জন মারা গেছেন এবং আক্রান্ত হয়েছে ৭৯ জন মানুষ। তবে সিরিয়াতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত কোন রোগী শনাক্ত করা হয় নি।