ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সৌদি আরব রোববার থেকে আগামী দুই সপ্তাহের জন্য সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দেশটির বার্তা সংস্থা এ তথ্য জানায়। অন্যদিকে বর্তমানে যারা ছুটিতে বাংলাদেশে অবস্থান করছেন এবং বিভিন্ন দেশের যেসব নাগরিক সৌদি আরবে ভ্রমণে রয়েছেন তাদের ছুটি বা ভ্রমণের মেয়াদ শেষ হয়ে গেলে সৌদি আরবে বা নিজ দেশে ফিরতে পারবেন বলেও জানানো হয়।
সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা শুক্রবারের তুলনায় ১৭ জন বেড়ে ৬২-তে পৌঁছেছে। যাদের মধ্যে অধিকাংশই মিশরীয় নাগরিক। সূত্র : চ্যানেল আই