ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: উহান মিলিটারি গেমসের পরেই চীনে প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমণ ছড়ায়। জাপানের সংবাদমাধ্যম আসাহি দাবি করে, মার্কিন যুক্তরাষ্ট্রেই প্রথম করোনাভাইরাসের উৎপত্তি হয়। ইনফ্লুয়েঞ্জা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে ট্রাম্প প্রশাসন। চীন এবং জাপানের দাবি নিয়ে মুখ না খুললেও, ইউএস সেন্টার্স ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন তরফে জানানো হয়, নিউ ইয়র্ক সিটি, লস অ্যাঞ্জেলস, সান ফ্রান্সিসকো, সিয়াটেলে ইনফ্লুয়েঞ্জা আক্রান্তদের নোভেল করোনাভাইরাস পরীক্ষা করা হবে। চীনের এক গবেষণা দাবি করছে, মানুষ থেকে মানুষের সংক্রমণ ছড়ায় নভেম্বর থেকে। হুয়ানানে অনেক পরে এই ভাইরাসের আমদানি হয়।
এদিকে গ্লোবাল টাইমসের খবরে বলা হয়েছে, গত বছর ডিসেম্বরে গোড়ার দিকে নোভেল করোনাভাইরাস ছড়ায়। সে সময় চলছিল উহান মিলিটারি গেমস। বিভিন্ন দেশের প্রতিনিধি দল অংশগ্রহণ করে এই গেমসে। মার্কিন সেনা প্রতিনিধিও অতিথি হিসাবে আসে। উল্লেখ্য, সম্প্রতি মার্কিন স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা সাংবাদিকদের সামনে স্বীকার করেন, ৩.৪ কোটি মানুষ ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে প্রায় ২০ হাজার। এরপরই চিন দাবি করতে শুরু করে, তাহলে কি প্রথম করোনা সংক্রমণ ছড়ায় মার্কিন যুক্তরাষ্ট্রে! তবে জাপানের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, চিনে যে এই ভাইরাসের উৎপত্তি, এমন কোনও প্রমাণ মেলেনি। ৪টি মহাদেশের ১২টি দেশ থেকে ১০০-র বেশি জেনম সংগ্রহ করে করা গবেষণায় দেখা গেছে চিন করোনার উৎপত্তিস্থল নয়।
চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধের মধ্যেই শুরু হয় করোনা রোগের উপদ্রব। দুই দেশ একে অপরকে কুপোকাত করতে অতিরিক্ত শুল্ক চাপাতে থাকে। বাণিজ্যিক দিক থেকে দুই দেশের তো ক্ষতি হচ্ছিল, তার প্রভাবও পড়ে দক্ষিণ-এশিয়ার দেশগুলির উপরে।
কিন্তু নোভেল করোনাভাইরাসের কারণে পুরো বিশ্বের অর্থনীতিই টালমাটাল অবস্থার মধ্যে পড়ে গেছে, বিশেষ করে চীনের। উহান প্রদেশে প্রথম ধরা পড়ে করোনাভাইরাস। সেখানে মৃত্যু হয়েছে প্রায় তিন হাজার মানুষের। এখন প্রশ্ন উঠছে, এই ভাইরাস কীভাবে উৎপত্তি হল? প্রথমে মনে করা হয়েছিল, উহান প্রদেশের হুয়ানান সি-ফুড মার্কেট থেকে এই ভাইরাসের উৎপত্তি। সামুদ্রিক প্রাণীর থেকে কভিড-১৯ এর জীবাণু মেলে।