ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪:মার্কিন যুক্তরাষ্ট্রে ৭ থেকে ১৫ কোটি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হবে বলে জানিয়েছে দেশটির বিশেষজ্ঞ চিকিৎসকরা। মঙ্গলবার সিনেট সদস্যদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে এসব কথা জানান যুক্তরাষ্ট্রের কংগ্রেস ও সুপ্রিম কোর্টের চিকিৎসক ডা. ব্রায়ান মনোহান।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে কমপক্ষে ৭ কোটি থেকে ১৫ কোটি আক্রান্ত হবে। তবে আক্রান্তদের মধ্যে ৮০ শতাংশ দ্রুত সুস্থ হয়ে উঠবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান ড. টেড্রোস আধানোম গেব্রেসাস করোনা ভাইরাসকে প্রথম বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করেন।
চীনে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ইটালিতে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে দেশটির প্রায় ছয় কোটি বাসিন্দা রয়েছেন কোয়ারেন্টাইনে। এরপরও গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস ইটালির ৮২৭ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এছাড়াও দেশটিতে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে।
ইরানে মোট আট হাজার ৪২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত ২৯১ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন দুই হাজার ৭৩১ জন সুস্থ হয়েছেন। দক্ষিণ কোরিয়ায় প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ জনে। দেশটিতে ইতোমধ্যে সাত হাজার ৭৫৫ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ২৮৮ জন।
নতুন নতুন দেশেও করোনা ভাইরাসের ছড়িয়ে পড়া অব্যাহত আছে। সর্বশেষ এই তালিকায় যুক্ত হয়েছে তুরস্ক, মরক্কো ও লেবানন। এই তিন দেশেই প্রথমবারের মতো করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।
এর আগে তালিকায় বাংলাদেশের নামও যুক্ত হয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশে তিনজনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করার খবর নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশে নতুন করে কারও শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
এছাড়া আগের যে তিনজন এ ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন মঙ্গলবার তাদের পুনঃপরীক্ষা করে ফল নেগেটিভ পাওয়া গেছে। তারা এখন সুস্থ। শিগগিরই তাদের ছাড়পত্র দেয়া হবে বলে জানান তিনি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, সারা বিশ্বে সবমিলিয়ে এখন পর্যন্ত করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়ে গেছে। আক্রান্তের সংখ্যা প্রায় ১ লাখ ১৩ হাজার। আশার কথা বিশ্বজুড়ে প্রায় ৬৪ হাজার মানুষ এই ভাইরাসকে জয় করতে সক্ষম হয়েছেন।