ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর এখনও পর্যন্ত ৩ হাজার ৮২৮ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। গেল ২৪ ঘণ্টায় চীনে মৃত্যু হয়েছে ২২ জনের। নতুন করে দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪০ জন।
এখন পর্যন্ত মোট ১ লাখ ১০ হাজার ৬৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ৫ হাজার ৯৭৬ জনের অবস্থা শঙ্কাটাপন্ন। এর মধ্যে ৬২ হাজার ২৭৮ জন সুস্থ হয়ে উঠেছেন।
শুধু চীনেই এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৭৩৫ জন। দেশটিতে এ প্রাদুর্ভাবে মোট মৃতের সংখ্যা ৩ হাজার ১১৯ জন।
বাংলাদেশে এখন পর্যন্ত তিন জনের শরীরে এ ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।
করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর এখনও পর্যন্ত ৩ হাজার ৮২৮ জনের মৃত্যু
আন্তর্জাতিক
0 Views