ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: চীনের ফুজিয়ান প্রদেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের নিবিড় পর্যবেক্ষণ বা কোয়ারেন্টাইনে রাখার জন্য ব্যবহার করা একটি হোটেল ধসে পড়েছে।
সেখানে প্রথমে অন্তত ৭০ জন চীনা নাগরিক আটকা পড়ে। তাদের বেশিরভাগকেই উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় ছড়িয়ে পড়া ভিডিওতে জরুরি অবস্থার কর্মীদের তৎপরতা দেখা যায়। তবে কেন হোটেলটি ধসে পড়েছে তা এখনও জানা যায়নি।
স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে। ২০১৮ সালে ৮০টি গেস্টরুমের এই হোটেলটি চালু হয়। চীনে কমলেও ইউরোপে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে ফ্রান্সে দুজন নিহত হয়েছেন। দেশটিতে এপর্যন্ত ভাইরাসে মৃতের সংখ্যা ১১ জন।
ইটালিতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৩৩ জন। দেশটির প্রধানমন্ত্রী জানিয়েছেন নর্দার্ন ইটালির ১৬ মিলিয়ন মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হবে।
করোনোর কারণে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের এক প্রমোদতরীতে করোনা সংক্রমণ সনাক্ত করা হয়েছে। সেখানে ২ হাজার ৫০০ জন আটকা পড়ে আছেন।
গুগল, টুইটার, ফেসবুক, আমাজন ও মাইক্রোসফটের পরে এবার মার্কিন টেক অ্যাপল তাদের সিলিকন ভ্যালির কর্মীদের নিজ বাসা থেকে কাজ করার অনুরোধ জানিয়েছে।
ইরানে এখন পর্যন্ত ৬ হাজার জন আক্রান্ত হয়েছেন আর এই ভাইরাসে সেখানে মারা গেছেন ১৪৫ জন।
গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে চড়িয়ে পড়ে করোনা ভাইরাস। এই ভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছে ১ লাখ ১ হাজারেরও বেশি মানুষ। আর প্রাণ হারিয়েছে ৩০০০ এরও বেশি, যাদের বেশিরভাগই চীনে।