ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: আইএসের সঙ্গে যোগসাজশের অভিযোগে কাশ্মীরের এক দম্পতিকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। ওই দম্পতির বিরুদ্ধে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-বিরোধী বিক্ষোভ-অশান্তিতে মুসলিম সম্প্রদায়ের মানুষজনকে উস্কানি দেয়ার অভিযোগ রয়েছে বলেও দাবি পুলিশের।
গ্রেফতার দম্পতি হলেন- জাহানজেব সামি এবং তার স্ত্রী হিনা বশির। ভারতের দিল্লির জামিয়ানগরের বাড়ি থেকে রোববার (০৮ মার্চ) সকালে এ দম্পতিকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। তাদের কাছ থেকে আপত্তিকর বেশ কিছু সামগ্রী উদ্ধার হলেও পুলিশ সে বিষয়ে এখনই কিছু বলতে চায়নি।
পুলিশ সূত্রে খবর, আইএসের আফগানিস্তানের খোরাসান প্রদেশ শাখার শীর্ষ নেতৃত্বের সঙ্গে দীর্ঘদিন ধরে যোগাযোগ ছিল আদপে কাশ্মীরের বাসিন্দা এই দম্পতির। আইএস জঙ্গিরা দিল্লিতে একটি আত্মঘাতী জঙ্গি হানার ছক কষেছিল। সেই কাজেই বেশ কিছু দিন ধরে দিল্লিতে থাকছিলেন ওই দম্পতি। জামিয়ানগরের অদূরেই জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়। ফলে জামিয়ার গণ্ডগোলে এই দম্পতির হাত থাকতে পারে বলেও প্রাথমিক তদন্তে অনুমান গোয়েন্দাদের।
জাহানজেব একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। তার সঙ্গে ‘ইন্ডিয়ান মুসলিম ইউনাইট’ নামে একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চালান তারা। তদন্তকারীরা জানতে পেরেছেন, এ প্ল্যাটফর্মে সিএএ ও জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) বিরুদ্ধে জনমত গঠনের কাজ করা হয়।
জিজ্ঞাসাবাদের পর তদন্তকারীদের প্রাথমিক অনুমান, দিল্লির সাম্প্রতিক সংঘর্ষে আইএস জঙ্গিদের মদদ থাকতে পারে। অভিযানের সঙ্গে থাকা এক পুলিশ কর্মকর্তা বলেন, ওই দম্পতি আফগানিস্তানে আইএস নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। সিএএ-এনআরসির আবহে দিল্লিতে আত্মঘাতী জঙ্গি হানার ছক কষছিলেন তারা। তবে কবে-কোথায় হামলা চালানোর পরিকল্পনা ছিল, তা এখনও স্পষ্ট জানতে পারেননি গোয়েন্দারা।