ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে অভ্যুত্থান চেষ্টার অভিযোগে অন্তত ২০ জন প্রিন্সকে আটক করা হয়েছে। শনিবার রাতে মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এমনটা দাবি করা হয়েছে। এর আগে সৌদি বাদশাহর ছোট ভাই আহমেদ বিন আবদুল আজিজসহ তিনজনকে আটকের কথা জানা গিয়েছিল। যাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে বলে জানায় সংবাদ মাধ্যম।
মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়, অন্তত ২০ জন প্রিন্সকে আটক করার তথ্য তাদের কাছে থাকলেও এখন পর্যন্ত তারা চারজনের নাম জানতে পেরেছে। প্রিন্স আহমেদ ছাড়া বাকি তিনজন হলেন- প্রিন্স আহমেদের ছেলে প্রিন্স নায়েফ বিন আহমেদ বিন আবদুল আজিজ, সাবেক যুবরাজ প্রিন্স মোহাম্মদ বিন নায়েফ ও তার সৎ ভাই নাওয়াফ বিন নায়েফ।
এদের মধ্যে প্রিন্স নায়েফ বিন আহমেদ সৌদি আরবের স্থল বাহিনী গোয়েন্দা ও নিরাপত্তা কর্তৃপক্ষের প্রধান। এখন পর্যন্ত যারা আটক হয়েছেন তাদের মধ্যে তিনিই সৌদি আরবের সামরিক বাহিনীর সবচেয়ে বড় পদে রয়েছেন।