বিনোদন ডেস্ক, এইউজেডনিউজ২৪: হলিউড সিনেমাতে নানা সময়ে উঠে এসেছে নারীদের সংগ্রাম ও বিজয়গাঁথার নানান কাহিনী। সিনেমা মানে নারীর গ্ল্যামার নয়, এ ধারণার পরিবর্তন হয়েছে। এই দিনে জেনে নিন নারীদের প্রেরণা যোগানো তেমনই আট ছবির তালিকা।
‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’ এই প্রতিপাদ্যে সারাদেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। আর বিশ্বব্যাপী নারী দিবসের হ্যাশট্যাগ ‘ইচ ফর ইক্যুয়াল’। নারীদের ওপর হওয়া বৈষম্য, নির্যাতনের বিরুদ্ধে করা প্রতিবাদে নারীদের জাগ্রত করাই নারী দিবস পালনের মূল লক্ষ্য ও
কোকো বিফোর চ্যানেল (২০০৯): মেয়েদের পোশাকে অনন্য পরিবর্তন আনা ফ্রেঞ্চ ফ্যাশন ডিজাইনার কোকো শ্যানেলকে নিয়ে এই সিনেমা। গত শতাব্দীর বিশ এবং ত্রিশের দশকে কোকো শ্যানেলের হাত ধরে নারীদের ফ্যাশনে আসে ব্যাপক পরিবর্তন।
আয়রন লেডি (২০১১): আয়রন লেডি ছবিতে মেরিল স্ট্রিপ অভিনয় করেছেন মার্গারেট থ্যাচার এর চরিত্রে। মার্গারেট থ্যাচার ছিলেন ইংল্যান্ডের প্রথম নারী প্রধানমন্ত্রী যিনি নারী পুরুষের ভেদাভেদ দূর করার জন্য সচেষ্ট ছিলেন সবসময়।
হিডেন ফিগারস (২০১৬): ষাটের দশকে নাসায় কর্মরত তিন কৃষ্ণাঙ্গ নারীর গল্প নিয়ে তৈরি হয়েছে এই সিনেমা। কর্মক্ষেত্রে নানা বৈষম্যের শিকার হতে দেখা যায় তাদের। কিন্তু তাদের মেধার কাছে সব হার মানে।
বিকামিং জেন (২০০৭): বিকামিং জেন এ জেন অস্টিন ভূমিকায় অভিনয় করেছেন অ্যান হ্যাথাওয়ে। ইংরেজ এই লেখিকা ধনী ব্যক্তিকে বিয়ে করার জন্য বাবা-মায়ের চাপে ছিলেন। সেই গল্প দেখানো হয়েছে ছবিতে।
ক্যারল (২০১৫): ক্যারল-এর প্রধান ও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কেট ব্লানচেট। বিবাহ বিচ্ছেদের পরে সমলিঙ্গের এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়া নিয়ে তৈরি হয়েছে ছবির কাহিনী।
দ্য হেল্প (২০১১): ছবিটির মূল গল্প আবর্তিত হয়েছে ‘৬০-এর দশকে আমেরিকায় কৃষ্ণাঙ্গদের নাগরিক অধিকার আন্দোলনের সময় ইউজিনিয়া স্কিটার ফিল্যান নামের একজন শ্বেতাঙ্গ তরুণীর সাথে দু’জন কৃষ্ণাঙ্গ গৃহপরিচারিকা অ্যাবিলিন ক্লার্ক আর মিনি জ্যাকসনের সম্পর্ককে ঘিরে। একজন সাংবাদিক হিসেবে স্কিটার সিদ্ধান্ত নেয়, মিসিসিপির জ্যাকসন শহরের শ্বেতাঙ্গ পরিবারগুলোতে গৃহপরিচারিকার কাজ করার সময় কৃষ্ণাঙ্গ মহিলারা যেসব বর্ণবাদের শিকার হয়, সে সব ঘটনা নিয়ে সে একটি বই লিখবে।
এরিন ব্রকোভিচ (২০০০): মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের বৈদ্যুতিক শক্তির বৃহৎ কোম্পানি প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক কোম্পানির বিরুদ্ধে এরিন ব্রকোভিচের আইনি লড়াইয়ের সত্য কাহিনীর উপর ভিত্তি করে সিনেমাটি তৈরি করা হয়েছে। ব্রকোভিচ চরিত্রে অভিনয় করেছেন জুলিয়া রবার্টস।
দ্য পিয়ানো (১৯৯৩): স্বাধীনচেতা এক নারীর শিল্প চর্চা নিয়ে তৈরি হয়েছে ছবির কাহিনী। সূত্র : চ্যানেল আই