যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে ফেনী সদর উপজেলার ফাজিল পুর ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক, সাবেক রুপালী ব্যাংকের জেনারেল ম্যানেজার, মরহুম আলহাজ্ব সাহাব উদ্দিন -এর ২৬ তম মৃত্যুবার্ষিকী ।
১৯৯৯ সালের আজকের এইদিনে (১৮ মে) তিনি ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। দেশবাসীসহ নিজ জেলার নিকটতম আত্মীয়স্বজনের কাছে দোয়া চেয়েছেন মরহুমের নিকটতম আত্মীয়রা।
সাবেক এই ব্যাংক কর্মকর্তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজ বাড়ি ফাজিল পুর ও ফেনী শহরের বাসায় কোরআন শরিফ থেকে খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ।
মরহমের সন্তান মো. আশরাফুল আলম (আকাশ) বলেন, বাবা এভাবে আমাদের ছেড়ে চলে গেলেন। কিসের এত তাড়া ছিলো আপনার,আপনাকে ছাড়া আমরা কেউ ভালো নেই ‘মহান আল্লাহ্ যেন আমার বাবাকে জীবনের সমস্ত গুনাহ মাফ করে জান্নাতের উচ্চ মাকাম দান করেন আমিন।