কোটালীপাড়ায় স্কুল শিক্ষার্থীকে কু-প্রস্তাব দেওয়ায় অভিযুক্ত শিক্ষককে না পেয়ে তার বড় ভাই স্কুলের প্রধান শিক্ষককে গণপিটুনি দিয়েছে শিক্ষার্থীরা। সেসময় অভিযুক্ত স্কুল শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিলও করেছে ওই শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরের দিকে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার মান্দ্রা রাজাগঞ্জ ইউনাইটেড ইনস্টিটিউশন স্কুলে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানান, মান্দ্রা রাজাগঞ্জ ইউনাইটেড ইনস্টিটিউশন স্কুলের বিএসসি শিক্ষক হাসান মুহাম্মদ সাইফুদ্দিন ওরফে কাজল নিজ স্কুলের দশম শ্রেণির এক শিক্ষার্থী মোবাইলের মাধ্যমে কু-প্রস্তাব দেন। আর সেই কু-প্রভাবের অডিও পাঠিদের জানালে এ নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী ক্ষুদ্ধ হয়ে উঠেন। এনিয়ে সকালে ওই স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ করেন। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষক হাসান মুহাম্মদ সাইফুদ্দিন ওরফে কাজলকে না পেয়ে তার বড় ভাই এবং ওই স্কুলের প্রধান শিক্ষক হাসান মুহাম্মদ নাসির উদ্দীনকে গণপিটুনি দেয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যায়।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্কুলের প্রধান শিক্ষককে শিক্ষার্থীদের গণপিটুনি
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
ঢাকা
4,536 Views