পাকিস্তানের বিশ্বকাপ নিশ্চিত। নারী বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দিনে লড়াইটা এখন বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজের। শুরুতে জয়ের হ্যাটট্রিক করে বাংলাদেশ আছে সুবিধাজনক অবস্থানে। শেষ দিনে আজ নিগার সুলতানা জ্যোতিরা যদি পাকিস্তানের কাছে হেরেও বসেন, তাহলেও সুযোগ থাকছে বিশ্বকাপে যাওয়ার।
পয়েন্ট তালিকায় বাংলাদেশ আছে দুই নম্বরে। তারা ৪ ম্যাচে ৬ পয়েন্ট পেয়েছে, নেট রান রেটটাও বেশ ভালো, +১.০৩৩। তিন আর চারে থাকা আয়ারল্যান্ড আর স্কটল্যান্ডের সুযোগ শেষ, ৫ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের আশা নেই তাদের।
পাঁচে থাকা ওয়েস্ট ইন্ডিজের সুযোগ শেষ হয়ে যায়নি। ৪ ম্যাচে ৪ পয়েন্ট তাদের। নেট রান রেটটা অবশ্য বড় বাধা, তাদের নেট রান রেট -০.২৮৩। শেষ ম্যাচে আজ তাদের প্রতিপক্ষ প্রতিযোগিতার সবচেয়ে দুর্বল দল থাইল্যান্ড, ৪ ম্যাচের ৪টিতেই হেরেছে দলটা।
বাংলাদেশ আজ মুখোমুখি পাকিস্তানের। সব ম্যাচ জিতে দলটা আগেই বিশ্বকাপে চলে গেছে। শেষ ম্যাচে তাদের হারাতে পারলে কোনো হিসেবে যেতে হবে না বাংলাদেশকে, সরাসরি চলে যাবে বিশ্বকাপে। ম্যাচটা যদি পরিত্যক্তও হয়, তখনও একই হিসেব। তখন বাংলাদেশের পয়েন্ট তখন হবে ৭, আর উইন্ডিজ থাইল্যান্ডকে হারিয়ে দিলেও তখন উঠে আসতে পারবে ৬ পয়েন্ট পর্যন্ত; তাই বাংলাদেশই যাবে বিশ্বকাপে।
বাংলাদেশ যদি হেরেও যায়, তাহলেও একটা সুযোগ থেকে যাচ্ছে। তখন ওয়েস্ট ইন্ডিজ-থাইল্যান্ড ম্যাচের দিকে তাকাতে হবে দলকে। এখন পর্যন্ত বাছাইপর্বে একটি ম্যাচও না জেতা থাইল্যান্ড যদি উইন্ডিজকে হারিয়েই দেয়, তাহলে তো কোনো কথাই নেই! বাংলাদেশ বিশ্বকাপে খেলবে তখন।
কিন্তু স্বাভাবিকতা ধরে রেখে উইন্ডিজ থাইদের হারালেই চলে আসবে নেট রান রেটের হিসেব। উইন্ডিজ আর বাংলাদেশের ব্যবধানটা এখন অন্তত ২৫০ রানের। উইন্ডিজ সেটা ঘুচিয়ে ফেললে কপাল পুড়বে বাংলাদেশের।
এদিকে ধর্তব্যে আসবে বাংলাদেশের হারের ব্যবধান। টস জিতে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। পাকিস্তান যদি বাংলাদেশের ছুঁড়ে দেওয়া রান ২০ ওভার হাতে রেখে তাড়া করে ফেলে, তখন উইন্ডিজের লক্ষ্য নেমে আসবে ১৫০ রানের জয়। যদি ৩০ ওভার হাতে রেখে পাকিস্তান জেতে, তখন উইন্ডিজকে ১০০ রানে জিতলেই চলবে। যদিও তেমন কিছুর সম্ভাবনা আপাতত কমই মনে হচ্ছে। থাইল্যান্ডের বিপক্ষে যদি উইন্ডিজ পরে ব্যাট করে, তখন তাদের জিততে হবে খুব দ্রুত, বাংলাদেশের ম্যাচ শেষ না হলে উইন্ডিজকে কত ওভারের মধ্যে জিততে হবে, তাও বলা যাচ্ছে না।
এত সব হিসাব কালবৈশাখী ঝড়ে উড়ে যাবে, যদি বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে দেয়। সে লক্ষ্যেই আজ মাঠে নেমেছেন নিগাররা।