মানিকগঞ্জের সিংগাইরে জামসা- চারিগ্রাম সড়কের চারিগ্ৰাম বাজারের পশ্চিম পাড়ে পাকা ব্রীজের উপর তেলের লড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর ফলে তেলবাহী তেলের লরি ও মোটরসাইকেল আগুনে ভস্মীভূত হয়। ঘটনাটি ঘটেছে, বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার চারিগ্রাম বাজার সেতুর পশ্চিম পাশে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে চারিগ্রাম বাজারের পশ্চিম পাশে মেসার্স আলী আকবর ট্রেডার্স নামে একটি দোকানে তেল দেয়ার সময় হঠাৎ আকাশে বিকট শব্দে বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতের ফলে তেলবাহী লরির পিছনে আগুন লাগে। এ সময় লরির চালক দ্রুত সেতুর ওপর গাড়ী রেখে নেমে যায়। এসময় আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পাশের রজ্জব আলী মেম্বারে মুদি দোকানের মালামালসহ মোটরসাইকেল পুড়ে যায়। পরে স্থানীয়রা সিংগাইর ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ট্রিম ঘটনাস্থলে পৌঁছে ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে ঐ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সাজেদুল আলম তালুকদার স্বাধীন বলেন, লড়িতে আগুন লাগার পর ড্রাইভার তেলের গাড়ীটি সরিয়ে না নিলে পুরো বাজার বাড়ীঘর ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা ছিল। আল্লাহ কাছে শুকরিয়া আমাদের এলাকার তেমন ক্ষতি হয়নি।
সিংগাইর ফায়ার সার্ভিসের ইনচার্জ মো.মহিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রনে আনা হয়েছে।