ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: ক্রমবর্ধন প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে বড় সঙ্কটে পড়েছে ইরানের সব প্রদেশ। বিভিন্ন প্রদেশে করোনা ছড়িয়ে পড়ার তথ্য জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।
প্রেসিডেন্টের সরকারি ওয়েবসাইটের বরাত দিয়ে বুধবার (০৪ মার্চ) এ খবর প্রকাশ করেছে তুর্কি সংবাদমাধ্যম ইয়ানি শাফাক।
খবরে বলা হয়েছে, ইরানের প্রেসিডেন্ট জানিয়েছেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব ইরানের প্রায় সব প্রদেশে ছড়িয়ে পড়েছে। তিনি বলেন, এই রোগ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া রোগ। এটি আমাদের প্রায় সব প্রদেশে পৌঁছেছে এবং এটি একটি বিশ্বব্যাপী রোগ।
এর আগে দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার আবদুল রেজা মিসরি এক বিবৃতিতে জানিয়েছিলেন, করোনাভাইরাসে ইরানের অন্তত ২৩ সংসদ সদস্য আক্রান্ত হয়েছেন।
ক্রমবর্ধন প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে বড় সঙ্কটে পড়েছে ইরানের সব প্রদেশ
আন্তর্জাতিক
0 Views