অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ব্রুনাই। আগামী সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতরের দিন নির্ধারণ করা হয়েছে।
শনিবার (২৯ মার্চ) খালিজ টাইমস এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, দেশটিতে পবিত্র রমজান শুরু হয়েছিল গত ২ মার্চ। সে হিসেবে কাল রমজানের ২৯তম দিন হবে। আর কাল সহজেই খালি চোখে চাঁদ দেখা যাবে বলে ‘চাঁদরাত’ আসার আগেই ঈদের ঘোষণা দিয়েছে ব্রুনাই।
এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শনিবার সন্ধ্যার পর ঈদের চাঁদের অনুসন্ধান করা হবে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মুসলিম বিশ্বের সব দেশের মানুষকে চাঁদ দেখার আহ্বান জানানো হয়। তবে জ্যোতির্বিদরা বলছেন, আজ শনিবার মুসলিম বিশ্বে চাঁদ দেখা অসম্ভব।