ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: দিল্লীতে নাগরিকত্ব আইনের প্রতিবাদ করায় এক স্বাতী খান্না নামের কলেজ শিক্ষার্থীকে পতিতা বলে গালি দিয়ে ধর্ষণের হুমকি দিয়েছে এক শেফ। ঐ শেফ ভারতীয় হলেও দুবাইয়ের এক রেস্তোরাতে কর্মরত রয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় এই রকম আপত্তিজনক মন্তব্য ও হুমকি দেওয়ায়, দুবাইয়ের এক নামী রেস্তোরাঁর ঐ ভারতীয় শেফকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তবে, এই শাস্তি অভিযুক্তের জন্য যথেষ্ট নয় বলেই মনে করেছেন নেটিজেনরা। ঘটনার নিন্দা করে ওই ভারতীয় শেফকে দ্রুত গ্রেফতারের দাবি উঠেছে।
গালফ নিউজ জানিয়েছে, অভিযুক্ত ভারতীয় শেফের নাম ত্রিলোক সিং। সোশ্যাল মিডিয়ায় স্বাতী খান্না নামে যে নারীকে ‘ধর্ষণ’-এর হুমকি দেওয়া হয়েছে, তিনিও ভারতীয়। অভিযুক্ত ত্রিলোক সিং দুবাইয়ের জনপ্রিয় ভারতীয় রেস্তোরাঁ গ্র্যান্ড বারবেকের প্রধান শেফ। রেস্তোরাঁটি দেইরার গোল্ড স্যুকের কাছে ২৪ গোল্ড হোটেলের ঠিকানায়। সম্প্রতি হিন্দিতে লেখা এক ফেসবুক পোস্টে স্বাতী নামে এক ভারতীয় তরুণীকে ‘যৌনকর্মী’ হিসেবে উল্লেখ করে, প্রকাশ্যে হেনস্থা করেন ত্রিলোক। দিল্লিতে নারীকে ধর্ষণেরও হুমকি দেয় অভিযুক্ত।
ফেসবুক পোস্ট নিয়ে নেটপাড়ায় প্রবল সমালোচনার মুখে পড়ে নিজের প্রোফাইল ডিলিট করে দেন ত্রিলোক সিং। কিন্তু, তার প্রোফাইলের স্ক্রিনশট থেকে জানা গেছে, সংযুক্ত আরব আমিরশাহিতে আসার আগে দিল্লির ললিত হোটেলের শেফ ছিলেন। ললিত হোটেলের পক্ষ থেকে জানানো হয়েছে, দু-বছর আগেই সেখানকার চাকরি ছেড়েছেন ত্রিলোক সিং।
দুবাই পুলিশের পক্ষ থেকে ই-ক্রাইম পোর্টালের মাধ্যমে অভিযোগ জানাতে বলা হয়েছে। গালফ নিউজ জানাচ্ছে, অভিযোগ প্রমাণিত হলে, সে দেশের আইন অনুযায়ী, জেল অথবা জরিমানা (৫০ হাজার থেকে ৩০ লক্ষ দিরহাম) কিংবা উভয় দণ্ডই হতে পারে। সূত্র : গালফ নিউজ
দিল্লীতে নাগরিকত্ব আইনের প্রতিবাদ করায় কলেজ শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দিয়েছে এক শেফ
আন্তর্জাতিক
0 Views