দীর্ঘদিন পর পাঁচটি পরিবারের ভোগান্তি নিরসনে অভিযান চালিয়ে বাড়ির রাস্তা দখলমুক্ত করলেন পৌর প্রশাসক ও মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বুধবার বেলা ১২টায় পৌর কর্তৃপক্ষ ও জোরারগঞ্জ থানা পুলিশ উপস্থিত হয়ে উপজেলার বারইয়ারহাট পৌরসভা ৩নং ওয়ার্ডের আবুল কাশেম ভূঁইয়া বাড়ী স্থাপনাটি ভেঙ্গে সড়কটি উন্মুক্ত করে দেন।
স্থানীয় ও প্রশাসনসূত্রে জানা যায়. ২৪ ফেব্রুয়ারী উপজেলার বারইয়ারহাট পৌরসভা ৩নং ওয়ার্ডের আবুল কাশেম ভূঁইয়া বাড়ী সড়কটি টিন দ্বারা ঘিরে রাস্তাটি বন্ধ করে দেন স্থানীয় প্রভাবশালী আবু আহম্মদসহ কিছু চিহ্নিত লোকজন। এতে অবরুদ্ধ হয়ে পড়েন সেখানকার ৫টি পরিবার। এ বিষয়ে ভূক্তভোগী অটোরিক্সা চালক আনোয়ার হোসেন ও আব্দুল্লাহ আল নোমান ইউএনও মাহফুজা জেরিনকে অবহিত করলে তিনি সরেজমিন পরিদর্শন করেন।
উল্লেখ্য, দীর্ঘ ২৫ বছর ধরে ব্যবহৃত সড়কটিতে ২০১২ সালে বারইয়ারহাট পৌরসভা কর্তৃক এইচবিএফ সোলিং করা হয়। পরবর্তীতে প্রায় ৪০০ ফুট দীর্ঘ সড়কটিতে ২০১৯ সালে বারইয়ারহাট পৌরসভা প্রায় ২০ লক্ষ টাকা ব্যয় করে আরসিসি ডালাইয়ের মাধ্যমে পুনরায় সড়কটি নির্মাণ করে।
পৌরসভার নির্মিত রাস্তা দখলমুক্ত করলেন ইউএনও মাহফুজা জেরিন
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
জাতীয়
6,775 Views