বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিগত বছরগুলোতে যখন ইতিহাস বিকৃত করা হচ্ছিল তখন সাংবাদিক মাহফুজ উল্লাহর ভূমিকা অনস্বীকার্য।
শনিবার (২২ ফেব্রুয়ারি) প্রখ্যাত সাংবাদিক মরহুম মাহফুজ উল্লাহ’র মরণোত্তর একুশে পদক প্রাপ্তি উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
আমীর খসরু বলেন, বাংলাদেশের সংস্কৃতি কি হওয়া উচিত সেটাও তার মতো ভালো কেউ তুলে ধরেন নাই। সাম্প্রতিক ইতিহাসে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পর্যবেক্ষনসহ সরকার পতনের পেছনে বিগত বছরগুলোতে মাহফুজ উল্লাহরও ভূমিকা আছে। জনগণকে আন্দোলন সংগ্রামে রাজপথে নামতে সাহস জোগানেোর শুরু থেকে তার ভূমিকা ছিল।