মশিউর রহমান, ১৩ জানুয়ারি, ২০২০, ইলিয়েনর স্ট্রিট, শিফিল্ড, সাউথ ইর্য়কশাইর, (লন্ডন ব্যুরো চীফ) : যুক্তরাজ্যের ওয়ালেসের লানেনগান এলাকায় এক শিক্ষিকার পদোন্নতিসহ বেতন বেড়ে যাওয়ায় বাড়ি ছাড়া করলো দেশটির করপোরেশন। এরআগে, অপেক্ষাকৃত কম আয় করা ব্যক্তিদের বাড়ি বানানোর জন্য করপোরেশন জায়গা বরাদ্দ দেয়। সেই জায়গা বরাদ্দ নিয়ে বাড়ি করেছেন ঐ ৩৩ বছর বয়সী স্কুল শিক্ষিকা নিয়া ফেরিস। কিন্তু এর কিছু দিন পর তার পদোন্নতি হয় এবং বেতন বাড়ে। এতে বাধে বিপত্তি।
বেশি আয় করায় সেই শিক্ষিকাকে নিজের নির্মিত বাড়ি থেকে বিতাড়িত করেছে করপোরেশন! করপোরেশনের দাবি, যে পরিমাণ আয়ের মানুষরা এই জায়গা পান ওই নারী এখন তার চেয়ে বেশি করেন।
তবে নিয়া ফেরিসের দাবি, তিনি দুই বছর আগে জায়গা বরাদ্দ পাওয়ার পর সেখানে প্রায় তিন লাখ ৭০ হাজার ইউরো খরচ করে বাড়ি করেন। যার বাংলাদেশি মূল্য আড়াই কোটি টাকা। এখন তাকে সেই বাড়ি থেকে উচ্ছেদ করা হচ্ছে যা সম্পূর্ণ বেআইনি। তিনি ইতিমধ্যে আইনি লড়াই শুরু করেছেন।
এদিকে করপোরেশন তার আইন অনুযায়ী এখন বাড়িটি নিলাম করবেন। নির্মাণ খরচ থেকে ৬০ শতাংশ ছাড় দিয়ে সেটি নিলাম করলে নিয়া ফেরিসের প্রায় দেড় কোটি টাকা ক্ষতি হবে।
যুক্তরাজ্যের ওয়ালেসের লানেনগান এলাকায় এক শিক্ষিকার পদোন্নতিসহ বেতন বেড়ে যাওয়ায় বাড়ি ছাড়া করলো দেশটির করপোরেশন
আন্তর্জাতিক
0 Views