গাজীপুরের পূবাইলে স্থানীয়দের হাতে আটক হয়েছে ২ অপহরণকারী । আটককৃতরা হলেন- আইনুল কবির চৌধুরী (৫২) ও নাসিমুল গনি। বুধবার দুপুর ২টায় পূবাইলের মেঘডুবি পশ্চিমপাড়া জোড়পুকুরপার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
পুবাইল থানায় বাদীর অভিযোগ সূত্রে জানা যায় , বুধবার (১২ ই ফেব্রুয়ারি) আনুমানিক দুপুর ২ টা ৪৫ মিনিটে ব্যবসায়ী মুজিবুর রহমান(৫৪) কে অপহরণ করার সময় আটককৃত আইনুল কবির চৌধুরী (৫২) ও নাসিমুল গনি (৪২)সহ অজ্ঞাতনামা ৭/৮ জন ০২টি মাইক্রোবাসের (হাইস গাড়ি) মাধ্যমে বাদীর ব্যক্তিগত গাড়িকে বেরিকেড দিয়ে বাদীকে টেনে হেঁচড়ে নামিয়ে ফেলে। এসময় আসামিরা তাদের সাথে থাকা দেশীয় অস্ত্র দিয়ে বাদীকে প্রাণ নাশের ভয়ভীতি দেখিয়ে জোর পূর্বক হায়েজ গাড়ীতে উঠায়। তাৎক্ষণিক বাদীর গাড়ীর চালক দুলাল এগিয়ে আসলে আসামীরা তাকে ধাক্কা দিয়ে ফেলে রেখে যায়
এ সময় ড্রাইভার দুলালের ডাক চিৎকারে শুনে পাশে থাকা স্থানীয়রা একটি হাইস গাড়ি সহ ২ জন আসামিকে আটক করে এ সময় অপর হাইস গাড়ি যোগে বাকি আসামিরা পালিয়ে যায়।
এ প্রসঙ্গে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিরুল ইসলাম বলেন,অপহরণের ঘটনায় পুবাইল থানায় মামলা দায়ের করিয়া আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।